কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠনের প্রায় আড়াই মাস পর তা বিলুপ্ত করেছে বিএনপি।
শনিবার(২৮ সেপ্টেম্বর) রাতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় দলটি।
শিগগিরই এই শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারত বন্ধুত্ব চায় শুধু স্বৈরশাসক হাসিনার সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়: রিজভী
পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তিন মাসের সময় বেঁধে গত ৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব ও সদস্য সচিব হিসেবে আমিনুল হক দায়িত্ব পালন করেন। নীরব এর আগে যুবদলের চেয়ারম্যান ছিলেন এবং আমিনুল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক কমিটির সদস্য সচিব ছিলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির অবিচল আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান
২ মাস আগে
শাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: হেফাজতের কমিটি প্রত্যাখ্যান করে যা বললেন শফীপুত্র ইউসুফ মাদানী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
আরও পড়ুন: ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
উল্লেখ্য, শাবিপ্রবি ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৩ সালের ৮ মে। ৭ সদস্যের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
আরও পড়ুন: মামুনুলের পক্ষে ফেসবুক পোস্ট: সীতাকুণ্ডে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
৩ বছর আগে