বৈশ্বিক শান্তি সূচক
বৈশ্বিক শান্তি সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন তৃতীয়।
তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯১ নম্বরে। স্কোর ২ দশমিক ০৬৮।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এ তালিকা প্রকাশ করে।
আরও পড়ুন: শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির প্রস্তাবে সম্মত জাতিসংঘ
তালিকায় দক্ষিণ এশিয়ায় দেশ ভুটান এবং নেপালের চেয়ে পিছিয়ে থাকলেও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার শীর্ষে থাকা ভুটান এবং নেপাল যথাক্রমে ২২তম এবং ৮৫তম অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল ’পেলেন বাংলাদেশি ৮ শান্তিরক্ষী
ভারত গত বছরের চেয়ে দুই ধাপ এগিয়ে তালিকায় ১৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম স্থানে রয়েছে।
তালিকায় শ্রীলঙ্কা (৯৫), পাকিস্তান (১৫০) এবং আফগানিস্তান একেবারে তলানিতে অবস্থান করছে।
আরও পড়ুন: নভেম্বরে বিশ্বশান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
তালিকায় এবারও শীর্ষ শান্তিপূর্ণ দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, ডেনমার্ক তৃতীয়, পর্তুগাল চতুর্থ ও পঞ্চম স্লোভেনিয়া।
৩ বছর আগে