আগুনে বেলুন
হামাসের ‘আগুনে বেলুন’ ছোড়ার জবাবে গাজায় দ্বিতীয় দফা বিমান হামলা ইসরায়েলের
মে মাসে ১১ দিনের লড়াই শেষে মেনে নেয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকা থেকে হামাসের ‘আগুনে বেলুন’ ছোড়ার জবাবে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা। এছাড়াও জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবন এবং খান ইউনিস শহরের পূর্বে একটি কৃষিমাঠেও আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
আরও পড়ুন: গাজায় এপিসহ বিভিন্ন গণমাধ্যমের ভবনে ইসরায়েলের বিমান হামলা
তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ফিলিস্তিনিদের ছোড়া বেলুনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগুন ধরে গেলে জবাবে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় আরও ১০ ফিলিস্তিনি নিহত
এর জবাব দেয়ার দাবি করে গত বুধবারও ফিলিস্তিনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
আরও পড়ুন: গণমাধ্যম ব্যবহার করে হামাসকে ফাঁদে ফেলার চেষ্টা ইসরায়েলের
উল্লেখ্য, মে মাসে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলিদের টানা ১১ দিনের হামলায় অন্তত ২৫৭ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। বিপরীতে ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ইসরায়েলে বিদেশিসহ ১৩ জন প্রাণ হারান।
৩ বছর আগে