ফলের বাজার
ঠাকুরগাঁওয়ে লিচুর দাম আকাশচুম্বি
ঠাকুরগাঁওয়ে অবিশ্বাস্যভাবে লিচুর দাম বেড়ে গেছে। বর্তমানে জেলায় লিচুর দাম এখন আকাশচুম্বি।
সংশ্লিষ্টরা জানান, আকারে কিছুটা বড় চায়না থ্রি জাতের লিচুর দাম অনেক। ১০০ লিচুর দাম ৮০০ থেকে এক হাজার টাকা। বোম্বে জাতের লিচু বিক্রি হচ্ছে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি’শ হিসাবে।
সদর উপজেলার পোকাতি গ্রামের আব্দুল হামিদ জানান, তার বাগানের প্রতি একশ বেদানা জাতের লিচু কিছুদিন আগে ৮০০ টাকায় বিক্রি করেছেন। এই দাম গত বছরের তুলনায় দ্বিগুণ।
আরও পড়ুন: জমিদার হরিপদের কাছারি বাড়ি থেকে লিচু চাষ শুরু
সিঙ্গিয়া গ্রামের লিচু ব্যবসায়ী আবুল কালাম জানান, তিনি আগেই বাগান কিনেছেন। বাগানেই চায়না থ্রি জাতের লিচু প্রতি হাজার ৯ হাজার টাকা দরে বিক্রি করেছেন। এই দামে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার লিচু বিক্রি করেছেন।
আরও পড়ুন: লিচু দিয়ে রূপচর্চা
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবু হোসেন জানান, এ বছর জেলায় প্রায় ৯০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ফলন হয়েছে কম। তবে দাম বেশি হওয়ায় কৃষক লাভবান হচ্ছেন।
আরও পড়ুন: প্রচণ্ড খরায় মাগুরায় লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা
৩ বছর আগে