চাপা
কুড়িগ্রামে মাইক্রোবাস চাপায় মেয়ে নিহত, বাবা আহত
কুড়িগ্রামে মাইক্রোবাস চাপায় আয়শা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে তার বাবা আনিছুর রহমান।
কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বাবার সঙ্গে রংপুরে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
আয়শা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লি চিকিৎসক আনিছুরের মেয়ে।
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
আয়শা নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আয়শার চাচা নজরুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাবা আনিছুর মেয়ে আয়শাকে নিয়ে মোটরসাইকেল করে রংপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। আহত হন আনিছুর। স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বার্তা এখনও আসেনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
২ মাস আগে
চট্টগ্রামে কার্ভাডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম মহানগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় মো. রাশেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ফ্লাইওভারের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিএমপির পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. রাশেদ (৩২) বন্দর থানাধীন নিউমুরিং বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ লালখান বাজার থেকে শুলকবহর এলাকার দিকে নামার সময় হঠাৎ ছিটকে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে চিনিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
৪ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের চাপায় পথচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের চাপায় আলী হোসেন নামে এক পথচারী নিহত হয়েছে।
সোমবার (১০ জুন) সকাল দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার দারোগা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ২
নিহত পথচারী আলী হোসেন খাড়েরা ইউনিয়নের কেয়াইর গ্রামের মৃত হাফেজ আহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, বাজারে দুধ বিক্রি করতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন আলী হোসেন। মহাসড়কের দারোগা এলাকায় আসলে বিপরীত দিক আসা পিকআপটি তাকে চাপা দিলে আহত হন। লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটিকে আটক করেন স্থানীয়রা।
আরও পড়ুন: জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত
লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত
৫ মাস আগে
সিরাজগঞ্জে পিকআপের চাপায় নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপের চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ নিহত ১৩
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকা মাঠপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল গফুর ও একই উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, পাবনা থেকে একটি পিকআপ সিরাজগঞ্জে আসার পথে ব্রহ্মকাপালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত
৬ মাস আগে
নারায়ণগঞ্জে অটোরিকশা চাপায় স্কুল শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদনগর এলাকায় অটোরিকশা চাপায় হোসেন মিয়া (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত স্কুল শিক্ষার্থী ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন মিয়া বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৩ তরুণ নিহত
গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৭ মাস আগে
ঝিনাইদহে ইটভাটার ট্রাক্টর চাপায় কলেজশিক্ষক নিহত
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইটভাটার ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত রেজাউল হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত গণি মোল্লার ছেলে। মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের শিক্ষক ছিলেন তিনি।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে উপজেলার যাদবপুর গ্রাম থেকে কলেজশিক্ষক রেজাউল করিম মোটরসাইকেলে সদর উপজেলার নগর বাথান বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে। গাড়িটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে ট্রাকচাপায় নিহত ২
কামরাঙ্গীর চরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
৭ মাস আগে
নওগাঁয় গ্রেডার মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল গৃহবধূর
নওগাঁর বদলগাছীতে এক্সেভেটর (গ্রেডার) মেশিনের নিচে চাপা পড়ে মালা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় শারমিন আক্তার নামের অপর একজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চার মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শারমিন আক্তারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহত গৃহবধু মালা খাতুন নওগাঁর সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপন হোসেনে স্ত্রী এবং সে কাজের সুবাধে বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া থাকত।
আরও পড়ুন: বাজিধরে ২ কেজি গুড় আর কলা খাওয়ায় প্রাণ গেল যুবকের
আহত শারমিন বদলগাছীর জিধিরপুর গ্রামের মিলটন হোসেনের স্ত্রী।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে বদলগাছীর মাতাজি থেকে আসা এক্সেভেটর (গ্রেডার) মেশিন নওগাঁর দিকে নিয়ে যাচ্ছিল। পথে উপজেলার চারমাথা মোড়ে এসে মেশিনটি চালু না হলে থেমে যায়। চালু করার জন্য এক্সেভেটর (গ্রেডার) মিশিনটিকে ট্রাক দিয়ে ধাক্কা দিলে ব্রেকের বেল্ট ছিঁড়ে যায় এবং রাস্তার পাশে থাকা মালার উপর সেটি উঠে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় শারমিন নামে অপর একজন নারী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান।
এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পাওয়া মাত্রই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
দুর্ঘটনা কিছুটা বাড়লেও ২০২৩ সালে প্রাণহানি কমেছে ১৫ শতাংশ
৯ মাস আগে
পাটগ্রামে ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী শমসেরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, নিহত গোলাম মোস্তফা সকালে হোটেলে নাস্তা খাওয়ার পরে সড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা বুড়িমারী গামী ট্রাকটি হঠাৎ পেছনে সরে আসে। এতে ধাক্কা লেগে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
১০ মাস আগে
সিরাজগঞ্জের বালুর স্তুপে চাপা পড়ে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুর স্তুপের নিচে চাপা পড়ে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আব্দুর রহমান রাঘববাড়িয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে ফুলজোড় নদীর তীরে স্তুপ করে রাখা বালুর পাশে তিন শিশু খেলা করছিল। হঠাৎ বালুর স্তুপ ধসে পড়লে তারা বালুর নিচে চাপা পড়ে। এসময় শিশু মাসুদ রানা ও আব্দুল্লাহ বের হতে পারলেও আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়ে। বেঁচে যাওয়া দুই শিশুর কান্নাকাটিতে এলাকাবাসী এগিয়ে এসে কোদাল দিয়ে বালু সড়িয়ে প্রায় এক ঘণ্টা পর শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে ৬ বছরের শিশুর মৃত্যু
মণিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১১ মাস আগে
চট্টগ্রামে ট্রাকচাপায় নানা-নাতনির মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।
সোমবার (৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে সাত বছরের এক শিশু এবং মোটরসাইকেলচালক মারা যান।
তিনি আরও বলেন, এসময় এক নারী আহত হন। খবর পেয়ে আমাদের একটি টিম তাদের লাশ উদ্ধার করে, আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুমারখালীতে বিষাক্ত অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু!
কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি কারাগারে
১১ মাস আগে