বেলকুচি
বেলকুচিতে তাঁত কারখানায় আগুন, ক্ষতি প্রায় অর্ধ কোটি
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী সাহা পাড়া মহল্লায় তাঁত কারখানা অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতি (বসুন্ধরা) সাহা পাড়া গ্রামের উত্তম সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩ ভোট কেন্দ্রে আগুন
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিবাগত রাতের দিকে হঠাৎ তাঁত ফ্যাক্টরিতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। তবে প্রাথমিক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
পরে বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ফোন করা হয়। ফায়ার সার্ভিসের বেলকুচি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টার করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: চাঁদপুরে বাসে আগুন, দগ্ধ হেলপার
এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে তারা জানান।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে ২ ভোট কেন্দ্রে আগুন
৯ মাস আগে
সিরাজগঞ্জে যমুনা তীর ভাঙনে ৫০টি স্থাপনা ভেসে গেছে
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে খিদ্রচাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও আশপাশের এলাকার অর্ধশতাধিক বাড়ি।
রবিবার (০২ জুলাই) বিদ্যালয়টির দুটি কক্ষ চোখের পলকে যমুনাগর্ভে বিলীন হয়ে যায়।
আরও পড়ুন: আবারও ভাঙন ঝুঁকিতে চাঁদপুর শহর রক্ষা বাঁধ
স্থানীয়দের অভিযোগ, বেলকুচি উপজেলার মেহেরনগর থেকে চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ পর্যন্ত যমুনার ভয়াবহ ভাঙন থেকে রক্ষার জন্য ৯৫ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে গাফিলতি ও প্রকল্প এলাকার কাছাকাছি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।
গত কয়েকদিন যমুনায় পানি বৃদ্ধি পেতে শুরু করায় জিও ব্যাগ নিক্ষেপ বন্ধ থাকায় দুইদিন ধরে ভাঙনের তীব্রতাও বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ নয়ন জানান, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে বর্তমানে ১৪২ জন শিক্ষার্থী রয়েছে। প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে ২০০৮ সালে বিদ্যালয়ের একাডেমিক ভবন ও আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়।
এ বছর বর্ষা মৌসুম শুরু হতে না হতেই বিদ্যালয় ভবনটি ভাঙনের হুমকির মুখে পড়ায় ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো কাজ হয়নি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠদান করার মতো আর কোন জায়গা রইলো না।
বড়ধুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুজন সরকার বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ঠিকাদারের গাফিলতির কারণে এলাকাবাসী ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান হারাচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে তিস্তার ভাঙন, অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলিন
তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন
১ বছর আগে
সিরাজগঞ্জে মেয়ে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নয় মাসের মেয়ে শিশুকে পায়ের তলায় পিষে হত্যার দায়ে বাবা বদিউজ্জামানকে (২৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ বছর এবং আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওয়াজ করণী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বদিউজ্জামানের স্ত্রী সুন্দরী খাতুন প্রথমে একটি মেয়ে সন্তানের পর দ্বিতীয়বার আরও একটি মেয়ে সন্তান জন্ম দেয়। যার নাম রাখা হয় সুমাইয়া। সুমাইয়ার জন্মের পর থেকেই বদিউজ্জামান অসন্তুষ্ট ছিল। সে তার স্ত্রীকে মাঝে মধ্যেই ওই মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে নয় মাসের ঘুমন্ত শিশু সুমাইয়াকে পায়ের তলায় পিষে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে পালিয়ে যায় বদিউজ্জামান।
এ ঘটনায় শিশু সুমাইয়ার মা সুন্দরী খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি বদিউজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে বিচারক এই রায় দিয়েছেন।
পড়ুন: যুদ্ধাপরাধের দায়ে খুলনার ৬ জনের মৃত্যুদণ্ড
খুলনায় স্ত্রীর করা মামলায় স্বামীর ৭ বছর কারাদণ্ড
২ বছর আগে
বেলকুচিতে ১৪৪ ধারা জারি
দুটি সংগঠনের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি ডাকার কারণে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিরাজগঞ্জের বেলকুচির চালা বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান এ ১৪৪ ধারা জারি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ ফোরাম মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগও মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেয়। উভয়ের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় চালা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকিং করে সংশ্লিষ্ট এলাকায় জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুন বিকেলে বেলকুচি পৌর এলাকার মাজেমের ঢাল এলাকায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদারকে মারধরের ঘটনা ঘটে৷ এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে বেলকুচি উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরাম বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে পৌর ছাত্রলীগও পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিখোঁজ সিরাজগঞ্জের শফিউল
সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের ভাঙন ঠেকাতে ৪৯ কোটি টাকার প্রকল্প
২ বছর আগে
সিরাজগঞ্জে বিএনপির ৯ নেতার পদত্যাগ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ৯ নেতা পদত্যাগ করেছেন। বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবর এ পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী ৯ নেতা হলেন- বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সদস্য গোলাম আজম, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, নজরুল ইসলাম ঝন্টু, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম ফারুক ও হাতেম আলী।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করছেন আকরাম খান, জানালো পরিবার
পদত্যাগপত্রের বরাত দিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার কারণে বেলকুচিতে বিএনপি আজ দুর্বল হয়ে পড়েছে। দলত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। এতে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। দেড় বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এখনও পর্যন্ত কোন সভা করতে পারেনি কমিটি।
জেলা বিএনপির আগামী নির্বাহী সভায় পরবর্তী পদত্যাগপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আরও পড়ুন: মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে ইউএনবির প্রতিনিধির পদত্যাগ
২ বছর আগে
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বৃহস্পতিবার রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী নিজেও আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলা পৌর এলাকার কামাড়পাড়া ঘোষপাড়া মহল্লা থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন একই মহল্লার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ সব তথ্য নিশ্চিত করে জানান, গৌরাঙ্গ ঘোষ প্রতিদিনের মতো কাজ শেষে বৃহস্পতিবার রাতেও নিজ ঘরে ঘুমাতে যান। শুক্রবার সকালে পরিবারের লোকজন তাদের অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহতদের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও স্ত্রী তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই। ধারণা করা হচ্ছে পরকিয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ বন্ধু নিহত
৩ বছর আগে
সিরাজগঞ্জে গ্রেপ্তার ৫ ছাত্রলীগ নেতাকর্মী কারাগারে
জেলার বেলকুচি থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও চরচালা গ্রামের রাকিব উদ্দিনের ছেলে রিয়াদ হোসেন, একই গ্রামের সোনা উল্লাহ তালুকদারের ছেলে রুবেল হোসেন, মুকুন্দগাতী গ্রামের আব্দুল বাতেনের ছেলে নাজমুল, জিধুরী গ্রামের আব্দুল হালিমের ছেলে মেহেদী হাসান ও আমির চাঁনের ছেলে রতন শেখ।
পড়ুন: চাঁদাবাজির মামলায় সাবেক এমপি আউয়াল রিমান্ডে
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বেলকুচি উপজেলার গাড়ামাসি নতুনপাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে আতিকুর রহমান শনিবার (২৪ জুলাই) রাতে মুকুন্দগাতী গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে পাওনা ৮৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আতিকুর রহমান মুকন্দগাতী বাজারের কাছে পৌঁছলে ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী মোটরসাইকেল থামিয়ে তাকে ঘিরে ফেলে কিলঘুষি মারতে থাকে এবং তার কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় তার চিৎকারে আশপাশে লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে ছাত্রলীগ কর্মীরা পালিয়ে যান।
পড়ুন: লকডাউনেও হাতি দিয়ে চলছে চাঁদাবাজি
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে ২৫ জুলাই আতিকুর রহমান বাদী হয়ে বেলকুচি থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।
ওসি জানান, এ মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ৩ জনকে ও মঙ্গলবার দুপুরে দুজনকে গ্রেপ্তর করে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩ বছর আগে
৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করে রেকর্ড গড়লেন বেলকুচির ইউএনও
৩৫০টি বাল্যবিয়ে বন্ধ ও জেল-জরিমানা করে রেকর্ড গডেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান। এমন কৃতিত্ব অর্জনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে একাধিক সম্মাননাও দেয়া হয়েছে।
আরও পড়ুন: ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্রীর
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও আনিসুর রহমান ২০১৭ সালের শেষের দিকে সিরাজগঞ্জে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। সিরাজগঞ্জে এখন পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি ৩৫০টি বাল্যবিয়ে বন্ধসহ জেল জরিমানা করেছেন। এরমধ্যে চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি ও বেলকুচিতে ১০০টি বাল্যবিয়ে বন্ধ এবং জেল জরিমানা করেন। সেইসাথে তার নেতৃত্বে এসব এলাকার বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডেও জেল জরিমানা করা হয়েছে। বিশেষ করে এই তিন উপজেলার অপ্রাপ্ত বয়স্ক স্কুলছাত্রীদের বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করে তিনি জেলা প্রশাসনসহ এলাকায় প্রশংসিত হয়েছেন।
আরও পড়ুন: চাঁদপুরে ৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিয়ে রোধ
ইউএনও আনিসুর রহমান বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার বেড়ে যায় এবং নারীর ক্ষমতায়ন কমে যায়। এ অভিশাপ থেকে মুক্তি পেতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: বাল্যবিয়ে দেয়ার অপরাধে সিরাজগঞ্জে কনের মা-চাচার কারাদণ্ড
এ সময় তিনি শিগগিরই বেলকুচি উপজেলাকে বাল্য বিয়েমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
৩ বছর আগে