মহম্মদপুর উপজেলা
মাগুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ফারজানা খাতুন (২০) বাঁশো গ্রামের ফুলমিয়া মোল্লার মেয়ে।
আরও পড়ুন: বেড়াতে এসে বাবার বাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ
ফারজানার মা ফরিদা বেগম জানান, প্রায় দুই বছর আগে পার্শ্ববর্তী আড়পাড়া গ্রামে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে সে অসুস্থ ছিল।
তিনি বলেন, ‘আমরা অনেক ডাক্তারও দেখিয়েছি। হঠাৎ আজ সকালে শুনি মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে তার শ্বশুর সাঈদ মোল্লা ঝুলন্ত লাশ নিচে নামিয়েছে।’
আরও পড়ুন: মেহেদীর রঙ না মুছতেই গৃহবধূর আত্মহত্যা!
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মহম্মদপুর উপজেলার আড়পাড়া গ্রামের মাসুদ মোল্লার স্ত্রী ফারজানাকে তার শ্বশুর বাড়িতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। মহম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
৩ বছর আগে
মাগুরায় মসজিদে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৩
জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামে মসজিদের মধ্যে স্কুলশিক্ষক আলাউদ্দিন হোসেন পাখিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সোহেল, কামরুল ও রাসেল। পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানায়নি।
আরও পড়ুন: মাগুরায় মসজিদে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহত আলাউদ্দিন হোসেন পাখি মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া উত্তর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এর আগে শনিবার বিকালে পাখি মাস্টার স্থানীয় মসজিদে আসরের নামাজ পড়তে গেলে পেছন থেকে কয়েকজন প্রতিবেশি তার ওপর হামলা চালায়। ঘটনার পর পাখি মাস্টারকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত পাখি মাস্টারের পরিবারের সদস্যরা প্রতিবেশি কুদ্দুস মোল্যার ছেলে রাসেলসহ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন: মাগুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে পিটিয়ে হত্যা
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, পাখি মাস্টার বৃষ্টির পানি ঠেকাতে নিজের পুকুরের পাড়ে মাটি দিয়ে বাঁধ তৈরি করেন। এ ঘটনায় বিপাকে পড়ে তার কয়েকজন প্রতিবেশি। পুকুরের পাড় উচু করে দেয়ায় বৃষ্টির পানি তাদের উঠোনে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ ঘটনা নিয়ে উভয় পক্ষের উত্তেজনা চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে নারীকে শ্বাসরোধ করে হত্যা: স্বামী পলাতক
ওসি বলেন, নতুন করে হামলা ভাঙচুর এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামিসহ তিন জনকে আটক করা হয়েছে।
৩ বছর আগে