রোহিঙ্গা দম্পতি আটক
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল স্বর্ণসহ মুদ্রা উদ্ধার, দম্পতি আটক
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আইয়ুবের বসত ঘরে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।
এ সময় মো. আইয়ুব (৩৪) ও স্ত্রী নুরে নেছাকে (৩৩) আটক করা হয়।
রাজা পালং ইউনিয়নের কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শনিবার রাতে অভিযান চালিয়ে স্বর্ণ ও মুদ্রাসহ তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা নোয়াখালীতে আটক
১৪ এপিবিএন ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মো. নাঈমুল হক জানান, বসতগৃহের মাটি খুড়ে বাংলাদেশি নগদ ২৬ লাখ ৩ হাজার ১২০টাকা, মিয়ানমারের বার্মিজ মুদ্রা ৩১ লাখ ৭৪ হাজার ৮০০ কিয়াত, ৭০ ভরি ওজনের তিন স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ
তিনি জানান, ৫নং রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ (সহকারী ক্যাম্প কমান্ডার), পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিন, এসআই মো. আরিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আইয়ুব ও নুরু নেছা দম্পতির বসত-ঘরের মেঝের মাটি খুঁড়ে তিন স্বর্ণের বার, ১৯ আংটি, ২ জোড়া কানের দুল, দুটি ছোট টিকলি, ব্রেসলেট, চার চেইন, দুই চুলের ক্লিপ, চার জোরা চুড়ি, নাক ফুল, গলার নেকলেসসহ মোট ৭০ভরি স্বর্ণালংকার, বাংলাদেশি নগদ ২৬ লাখ ৩ হাজার ১শ ২০টাকা, মায়ানমারের বার্মিজ মুদ্রা ৩১ লাখ ৭৪ হাজার ৮শ কিয়াতসহ ঘরের মালিক মোহাম্মদ আইয়ুব ও নুরে নেছাকে আটক করে।
আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত
এ ব্যাপারে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন।
৩ বছর আগে