নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য পূর্ণাঙ্গ কমিটি
নড়াইলের জেলা আ’লীগ কমিটিতে সদস্য মাশরাফি, উপদেষ্টা বাবা
নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা স্থান পেয়েছেন।
রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্যাডে নড়াইল জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
আরও পড়ুন: রাজ্জাকের বাম হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে মস্তিষ্কের: মাশরাফি
সংগঠন সূত্র জানায়, ৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মাশরাফী বিন মোর্ত্তজা রয়েছেন সদস্য পদে। সদস্য তালিকার চার নম্বরে রয়েছে তার নাম। এছাড়াও উক্ত কমিটিতে তার পিতা গোলাম মোর্তজা স্বপন রয়েছেন উপদেষ্টা হিসেবে।
এর আগে গত বছর ৩১ ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফী আওয়ামী লীগের কমিটিতে নতুন না হলেও তার বাবা গোলাম মোর্তজা স্বপন ছাত্র রাজনীতিতে কলেজ জীবনে ছাত্রলীগ করতেন। এবার প্রথম জেলা আওয়ামী লীগের কোনও কমিটিতে স্থান পেয়েছেন তিনি।
এদিকে মাশরাফী নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। তিনি নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় নড়াইলবাসী আনন্দিত।
আরও পড়ুন: সম্মিলিত সিদ্ধান্তে দলের বাইরে মাশরাফি: প্রধান নির্বাচক
অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক করে ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সৈয়দ মোহাম্মদ আলী, আঞ্জুমান আরা, অ্যাডভোকেট আইয়ুব আলী প্রমুখ।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বকুল কুমার সাহা, মো. রাসেদুল বাশার ডলার ও আবু হেনা মোস্তাফা কামাল স্বপন।
আরও পড়ুন: মাশরাফিকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
মাশরাফির ফিরে আসার সুযোগ নেই, বিসিবি প্রধানের ইঙ্গিত
৩ বছর আগে