রাবার বুলেট
ইউপি নির্বাচন: ভোলায় গুলিতে যুবক নিহত
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরফকিরা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে।
আরও পড়ুন: চসিক নির্বাচনকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
নিহত যুবক ওই ইউনিয়নের বশির সিকদারের ছেলে মনির মাঝি (২৫)।
স্থানীয়রা জানান, মেম্বার প্রার্থী ইয়াসিন মাঝি ও রুহুল আমিনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়। এ সময় এক সমর্থক গুলি ছুড়লে মনির মাঝি গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে। গুরুতর অবস্থায় মনিরকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের বাবা বশির সিকদার অভিযোগ করেন, তার ছেলে নিরপরাধ। ভোট দিয়ে ফিরছিল। এ সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়।
আরও পড়ুন: চসিক নির্বাচন: ৫৬ এজেন্টকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপি প্রার্থীর
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, টিউবওয়েল প্রতীকের প্রার্থীর ছেলে লোকজন নিয়ে কেন্দ্রে হামলা চালায়। এ সময় এক প্রার্থীর ছেলের গুলিতে এক জন নিহত হয়। পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
আরও পড়ুন: চসিক নির্বাচন: রেজাউল নাকি শাহাদাত, কে হচ্ছেন নগর পিতা?
এ ব্যাপারে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
৩ বছর আগে