লাইটারেজ জাহাজ
কুতুবদিয়ায় এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে আগুন, ৩১ জন উদ্ধার
বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে বসুন্ধরার এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে শনিবার মধ্যরাতে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার ভোর পর্যন্ত উদ্ধারকার্য চালিয়ে ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, কুতুবদিয়ার কৈয়ারবিল পয়েন্টে নোঙর করা সুফিয়া নামে এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
জাহাজে আগুন লাগলে নাবিকরা সাগরে লাফ দেয়। পরে নাবিকদের উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএসসির জাহাজে আগুন: ১ জনের লাশ উদ্ধার
খবর পেয়ে রাতেই উদ্ধারকাজ শুরু হয়েছে উল্লেখ করে নৌবাহিনী কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে এবং জাহাজে থাকা ক্রুদের উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনীর জাহাজ। পাশাপাশি চট্টগ্রাম থেকে আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে কোস্ট গার্ড ও বন্দরের জাহাজ।
স্থানীয়রা জানায়, ‘বি-এলপিজি সুফিয়া’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে অবস্থান করছিল। রাত ১টার দিকে জাহাজটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
আরও পড়ুন: পতেঙ্গায় জাহাজে বিস্ফোরণ; ৩ জনের লাশ উদ্ধার
২ মাস আগে
কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা
চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়ে সেতুর সঙ্গেই আটকে রয়েছে এমভি সমুদা-১ নামে একটি লাইটারেজ জাহাজ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাহাজটি কালুরঘাট সেতুর মাঝখানে ধাক্কা দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন: ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজ ভেসে এসে সেতুতে ধাক্কা দেয় এবং আটকে যায়।
পরে খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, আমরা বিষয়টি পরিদর্শন করে দেখছি। এরপর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলা যাবে।
জাহাজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু
৭ মাস আগে
কর্ণফুলীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে গেল লাইটারেজ জাহাজ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝরঘাট সীমানায় নোঙর করে রাখা অয়েল ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে এমভি রুহুল আমিন খান নামে একটি পণ্যবাহী লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
সোমবার (২১ জুন) রাত পৌনে ৮টার দিকে নদীর সদরঘাটের জুট রেলী ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর পরপরই আশে পাশের নৌযানের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করছে সদরঘাট নৌ থানা পুলিশের একটি টিম। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: কর্ণফুলী নদীতে ডুবে গেল ফিশিং জাহাজ এফভি ক্রিস্টাল-৮
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ‘সদরঘাটের জুট রেলী ঘাট এলাকায় ওটি মিক হৃদয়–১’ নামের তেলবাহী একটি জাহাজ নোঙর করা ছিল। রাতে বহিনোঙর মাদার ভেসেল থেকে একটি কার্গো জাহাজ কনটেইনার নিয়ে বন্দরে প্রবেশের সময় ওই ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে এমভি রুহুল আমিন নামে কার্গো জাহাজটি ডুবে যায়। ঘটনাস্থলে আমাদের একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।’
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার
এদিকে স্থানীয় নৌযান শ্রমিকরা জানান, ধাক্কা দেয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এসময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। দুর্ঘটনায় তেলবাহী জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাথরবোঝাই জাহাজ ডুবি
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পর বন্দর থেকে দুর্ঘটনাস্থল চিহ্নিত করে দেয়া হচ্ছে। জাহাজটি উদ্ধার কার্যক্রমে পদক্ষেপ নেয়া হচ্ছে।
৩ বছর আগে