পানিতে ডুবল
বৃষ্টির পানিতে ডুবল ঢাকার রাস্তা, ভোগান্তিতে মানুষ
মঙ্গলবার সকাল থেকে ভারী বর্ষণে রাজধানী ঢাকার অনেক রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এর ফলে মিরপুর, কাজিপাড়া ও শেওড়াপাড়াসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়।
আরও পড়ুন: দেশে অতি ভারী বর্ষণ হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
তেজগাঁও, সাতরাস্তা, মতিঝিল, দৈনিক বাংলা, ফকিরাপুল, কাকরাইল, শান্তিনগর, নাইটিঙ্গেল মোড় এবং বিজয়নগর এলাকায় বৃষ্টির কারণে অফিসগামীরা ভোগান্তিতে পড়েন।
দেশে আগামী ৭২ ঘণ্টায় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
৩ বছর আগে