নিউইয়র্ক সিটি
নিউইয়র্ক সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের
মঙ্গলবার শুরু হওয়া নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটারসহ মেয়র প্রার্থীদের ফলাফলের জন্য দীর্ঘ, উদ্বেগজনক অপেক্ষার প্রহর চলছে।
এবারের নির্বাচন হয়েছে ‘র্যাঙ্কড চয়েস ভোটিং’ পদ্ধতিতে। এতে একজন ভোটার তার পছন্দের ৫ জন প্রার্থীকে ক্রমানুসারে ভোট দিতে পেরেছেন।
আরও পড়ুন: নির্বাচনে হেরে আমেরিকাতেও ভোট কারচুপির অভিযোগ তোলা হয়েছে: ইসি
মেয়র বিল ডে ব্লাসিও সহ কয়েকজন প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে ইতিহাস তৈরির সম্ভাবনা রয়েছে। কে শীর্ষে আসবে তার ওপর নির্ভর করে এই শহরটি তার প্রথম মহিলা মেয়র অথবা তার প্রথম এশিয়ান আমেরিকান মেয়র বা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র পেতে পারে।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯ টা নাগাদ ভোটগ্রহণ বন্ধ হওয়ার পরে, নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ডগুলি ব্যক্তিগতভাবে দেওয়া ভোটের আংশিক ফলাফল প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে প্রাথমিক চিত্রটি বিভ্রান্তিমূলক হতে পারে, কারণ এতে কেবলমাত্র প্রার্থীরা তাদের প্রথম পছন্দ হিসাবে স্থান পেয়েছে এমন তথ্য থাকবে।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ইব্রাহিম রাইসি
উল্লেখ্য, এ বছর ডেমোক্রেট দলীয় প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ৯ জনসহ মোট ৫২৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অগ্রিম ভোট, মেইল ভোট এবং ভোটের দিন, এই তিন পদ্ধতিতে ভোট প্রদানের নিয়ম রয়েছে।
আরও পড়ুন: শিশুদের শিল্প, সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে ইরানি রাষ্ট্রদূতের আহ্বান
গত ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত অগ্রিম ভোট প্রদান চলে। তবে মেইল ভোট চলবে জুন মাস জুড়ে। আর এই নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ নভেম্বর মঙ্গলবার।
তবে এই প্রাইমারি ভোটের ফলাফলই অনেকটা নির্ধারণ করে দেবে কে হতে যাচ্ছেন নিদ্রাহীন শহর নিউইয়র্কের পরবর্তী মেয়র।
৩ বছর আগে