স্বাস্থ বিভাগ
চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার ১৬.৫৬ শতাংশ
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৬.৫৬ শতাংশ। একই সময়ে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১ জনের।
মঙ্গলবার স্বাস্থ বিভাগের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬৬৩টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়।
আরও পড়ুন: করোনা: দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু
তিনি জানান, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে আসা আরটি পিসিআর ল্যাবের রিপোর্টে বলা হয়েছে, ৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৫ জন। আর স্থানীয়ভাবে করা র্যাপিড এন্টিজেন টেষ্টে ৫৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৬ জন। যার সংক্রমনের গড় হার ১৬.৫৬ শতাংশ।
আরও পড়ুন: ফাইজারের টিকাদান সোমবার থেকে শুরু
স্বাস্থ্য বিভাগের হিসেবে জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৯১ জন। আর এ পর্যন্ত মারা গিয়েছেন ৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৩৪৯ জন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন ও অন্যরা প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখের বেশি
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলায় দ্বিতীয় দফায় এক সপ্তাহের কঠোর বিধি নিষেধের শেষ দিন ছিল মঙ্গলবার।
৩ বছর আগে