মিউজিক
গুগলের নতুন এআই টেক্সট থেকে তৈরি করতে পারে মিউজিক
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের গবেষকরা এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রোগ্রাম তৈরি করেছে যা দিয়ে যেকোনো লেখা থেকে মোটামুটি মিনিটখানেক দৈর্ঘ্যের মিউজিক তৈরি করা যায়। এই এআই ব্যবহার করে শিস বা গুনগুন করা সুরকে অন্য বাদ্যযন্ত্রের মিউজিকেও পরিবর্তন করা যায়। এমনটাই জানিয়েছে মার্কিন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
গুগলের কিছু গবেষক তাদের গবেষণা নিয়ে ‘মিউজিকএলএম: জেনারেটিং মিউজিক ফ্রম টেক্সট’ শীর্ষক গবেষণাপত্র প্রকাশ করেছে। পুরো মডেলটিকে বলা হচ্ছে ‘মিউজিকএলএম’। তবে আপাতত এটি ব্যবহার করে কিছু বাজানো যাবে না। গুগলের গবেষকরা যদিও কিছু স্যাম্পল গবেষণাপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে জুড়ে দিয়েছেন।
তবে যেটাই জুড়ে দিক না কেন তারা, সেগুলোকে বেশ চমকপ্রদ হিসেবেই উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এএনআই। কারণ একটি অনুচ্ছেদের বর্ণনা থেকে ৩০ সেকেন্ডের একটি মিউজিক তৈরি করা হয়েছে যা শুনতে প্রকৃত গানের মতো।
মিউজিকএলএম এমনকি মানুষের কণ্ঠও অনুকরণ করতে পারে। তবে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম নয়। তবে মিউজিকএলএমের রয়েছে সমৃদ্ধ ডেটাবেজ। যেখানে দুই লাখ ৮০ হাজার ঘণ্টার মিউজিক দিয়ে উক্ত এআই প্রোগ্রামকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যাতে টেক্স থেকে ভালোমানের মিউজিক তৈরি করা যায়।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট কোন দেশে?
দৈনন্দিন প্রযুক্তির কাজকে সহজ করবে ৫ 'লাইফ হ্যাক'
১ বছর আগে
প্রথম সোলো অ্যালবাম 'ইন্ডিগো' নিয়ে আসছে বিটিএসের আরএম
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত মিউজিক ব্যান্ড বিটিএসের সদস্য আরএম আগামী ২ ডিসেম্বর তার প্রথম সোলো অ্যালবাম ‘ইন্ডিগো’ নিয়ে আসছে। শুক্রবার তার সংস্থা বিগ হিট মিউজিক এ তথ্য জানিয়েছে।
গ্লোবাল ইকোনমিকের বরাতে ভারতীয় গণমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ‘ইন্ডিগো’ এমন একটি অ্যালবাম যাতে আরএম এর চিন্তাভাবনা ও মনের ভাবনাগুলো প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: বছর শেষে আসছে 'রক ফেস্ট ৩.০' ও 'ফুয়াদ লাইভ'
২ বছর আগে
ঢাকায় কোরিয়ান লাইভ মিউজিক কনসার্ট ১ অক্টোবর
দক্ষিণ কোরিয়া দূতাবাস ঢাকার হাতিরঝিলে অবস্থিত অ্যাম্ফিথিয়েটারে ১ অক্টোবর লাইভ কোরিয়ান মিউজিক কনসার্টের আয়োজন করবে।
সাত সদস্যের সমন্বয়ে গঠিত কোরীয় ফিউশন মিউজিক ব্যান্ড ‘ই-সাং’ আধুনিক ফিউশন শৈলীতে কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগানের লাইভ কনসার্ট পরিবেশন করবে।
ঐতিহ্যবাহী কোরীয় মিউজিক ইন্সট্রুমেন্ট যেমন গায়াজিয়াম, জাংগু (ড্রাম) এবং তেপিয়ংসো (বাঁশি), পাশাপাশি বেস গিটার, কীবোর্ড পিয়ানো ও ড্রামের মতো পশ্চিমা ইন্সট্রুমেন্টগুলো তাদের পরিবেশনার সময় বাজানো হবে।
আরটিভির সহযোগিতায় দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করবে।
আরও পড়ুন: দগ্ধ কৌতুক অভিনেতা রনি সুস্থ হয়ে উঠছেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনিসিসি) মেয়র আতিকুল ইসলাম।
২০২০ সালে কোভিড মহামারি প্রাদুর্ভাবের পর দূতাবাস কর্তৃক আয়োজিত এটিই প্রথম উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস জানিয়েছে, যেহেতু এটি একটি উন্মুক্ত ও বিনামূল্যের কনসার্ট তাই যে কেউ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট ছাড়াই কনসার্ট উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরষ্কার জয়ী টেইলর সুইফট
ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে শিরোনামহীন!
২ বছর আগে
অর্থহীনের সাবেক ড্রামার রুমি রহমান আর নেই
মিউজিক ব্যান্ড অর্থহীনের সাবেক ড্রামার রুমি রহমান সোমবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
রুমি রহমান জনপ্রিয় এই ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ব্যান্ডটির প্রথম অ্যালবাম ত্রিমাত্রিকের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
অর্থহীন ব্যান্ডের পক্ষ থেকে দেয়া এক শোকবার্তায় বলা হয়, ‘খবরটি শুনে আমরা গভীরভাবে মর্মাহত।’
রুমি দ্য ট্র্যাপ, আর্ক, দলছুট, আরণ্যক ও সিম্ফোনিয়ামের মতো ব্যান্ডের সঙ্গেও কাজ করেছেন।
আরও পড়ুন: এবারের ঈদেও গান শুনাবেন মাহফুজুর রহমান
রুমি ও পূজার কণ্ঠে জাহিদ আকবরের ‘সাত জনমের ভালোবাসা’
২ বছর আগে
স্করপিয়ন্সের সঙ্গে ম্যাডিসন স্কয়ার মাতালো চিরকুট
বিখ্যাত জার্মান ব্যান্ড ‘স্করপিয়ন্স’এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ শিরোনামে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই আয়োজন ছিল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে।
আরও পড়ুন: ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে কনসার্টের দিন দুপুর থেকেই দর্শকদের আগমন শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নুরুল ইসলাম, নাহিদ খান ও অপরাজিতা হক।
২ বছর আগে
আইয়ুব বাচ্চুকে নিয়ে তানভীর তারেকের ‘স্মৃতিদহন’
রক আইকন আইয়ুব বাচ্চুকে নিয়ে প্রথম কোনো গ্রন্থ প্রকাশ পেলো। অনিন্দ্য প্রকাশ এর ব্যানারে তানভীর তারেক এর লেখা ‘স্মৃতিদহন’ বইটি পাওয়া যাবে এবারের বইমেলায় । লেখক তানভীর তারেক এই বইটিকে বলছেন ‘অবলোকন গদ্য’।
তানভীর তারেক বলেন,‘বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ২২ বছরের যে পরিচয়-সম্পর্ক তা গীতিকার-শিল্পী বা সাংবাদিক-শিল্পীর বাইরেও অনেক কিছু। সেই সম্পর্কের দীর্ঘ জার্নিতে তার প্রতি মোহগ্রস্ত সময়, মান-অভিমান, মায়ায় জড়ানো কাল বা কৃতজ্ঞতা বাঁধা মনের অবলোকনকেই আমি বইয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। ‘স্মৃতিদহন’ বইটিতে আমার নেয়া বাচ্চু ভাইয়ের প্রায় অর্ধশত ইন্টারভিউয়ের কোনোটিই গ্রন্থিত করিনি। ইচ্ছে করেই। কারণ ঐসকল ইন্টারভিউতে তৎকালীন বিভিন্ন বিষয় নিয়ে মতামত ছিল। যা আগামী প্রজন্মের কোনো এক পাঠকের কাছে খটকা লাগতেই পারে। আমি তাই নিজের স্মৃতির যে দহনবেলা তৈরি হয়েছে আমার ভেতর তা তুলে ধরেছি।’
আরও পড়ুন: আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে দেবের ‘মায়াবী গিটার ফেলে’
তিনি বলেন, ‘এই মানুষটি চলে যাবার পরদিন থেকে নানান স্মৃতি, আক্ষেপ আর ভালবাসার অনুরণন যে ঘুরপাক খেয়েছে সেগুলিই শব্দে সাজানোর চেষ্টা করেছি। আইয়ুব বাচ্চু’র সববয়সী ভক্তরা যেন এই বইয়ের প্রতিটি অংশে নিজেদের সঙ্গে তাদের আইয়ুব বাচ্চুকে সম্পর্কিত করতে পারেন, সেই চেষ্টাটাই করেছি।’
তানভীর তারেক এর এই গ্রন্থের ভূমিকায় আইয়ুব বাচ্চুর সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা লিখেছেন, ‘তানভীর তারেক- তার এই বইটিতে আইয়ুব বাচ্চুকে দেখা, তার সঙ্গে কাটানো সময় ও গানের কাজ মিলিয়ে আবেগঘন কিছু স্মৃতিগল্প লিখেছেন। যা পড়ে আমারও মাঝে মাঝে ঐসব দৃশ্যকল্প, সমকালীন মানুষটাকে মনে পড়েছে বারবার। আমি জানি, তাঁর অগনিত ভক্তরাও একইভাবে, এই লেখাগুলো পড়ে স্মৃতির সঙ্গে, আইয়ুব বাচ্চুর সঙ্গে হাঁটবেন অনেকক্ষণ। দারুণ সুখ পাঠ্য এই স্মৃতিগদ্য ভবিষ্যতে আইয়ুব বাচ্চুর জীবনী বা তাঁকে নিয়ে যে কোনো গবেষণার কাজে দারুণ এক রেফারেন্স হয়ে থাকবে।’
স্মৃতিদহন বইটিতে লেখকের সঙ্গে আইয়ুব বাচ্চুর ২২ বছরের সম্পর্কের নানান খতিয়ান, তৎকালীন মিউজিক ইন্ডাস্ট্রির নানান দিক উঠে এসেছে ।
বইটি একুশে বইমেলার অনিন্দ্য প্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে রকমারিসহ বিভিন্ন অনলাইন শপ থেকেও কিনতে পারা যাবে।
আরও পড়ুন: চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা: রুনা লায়লা
২ বছর আগে
বছরব্যাপী রজত জয়ন্তী উদযাপন করবে শিরোনামহীন
বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে ‘শিরোনামহীন’ নিঃসন্দেহে এই প্রজন্মের সবার মাঝে পরিচিত একটি নাম এবং বিখ্যাত একটি মিউজিক ব্যান্ড। সম্প্রতি আলোচিত এই রক ব্যান্ডটির ২৫ বছর পূর্ণ হচ্ছে এবং এই রজতজয়ন্তী উপলক্ষ্যে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ (পূর্বে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন নামে পরিচিত), শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে আয়োজন করতে যাচ্ছে বছরব্যাপী ইভেন্ট প্ল্যান।
‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়া’, এজেন্সিটি এর আগেও সফলভাবে দুটো বিশাল কন্সার্ট এর আয়োজন করে মন জয় করে নিয়েছে অসংখ্য রক মিউজিক-প্রেমি মানুষদের। যোগাযোগ করে জানা গেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন সুদূর ইন্ডিয়ার মুম্বাই থেকে অর্কেস্ট্রা টিমকে নিয়ে আসছে শিরোনামহীনের সঙ্গে মেগা ইভেন্ট-এর দিন পারফর্ম করার জন্য। মেটালিকা, স্করপিয়ন্স এর মতো বিশ্ব কাঁপানো ব্যান্ড সিম্ফনি অর্কেস্ট্রার সাথে পারফরম্যান্স করে সত্যিকারের মিউজিক লাভারদের হৃদয় জয় করলেও বাংলাদেশে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে রক ব্যান্ড কোলাবোরেশন এটাই প্রথম। ব্যান্ডটি মুম্বাই গিয়ে ২/৩ দিনের অর্কেস্ট্রার সাথে প্র্যাক্টিস করার কথা রয়েছে,অর্কেস্ট্রা টিম নিজেও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। এছাড়াও লাইভ অর্কেস্ট্রা শো তো থাকছেই মেইন মেগা ইভেন্টে।
‘২৫ ইয়ার্স অফ শিরোনামহীন’ শিরোনামহীনের ফ্যানদের জন্যই শুধু নয়, বাংলাদেশের সকল রক মিউজিকপ্রেমি দর্শকদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে নিঃসন্দেহে।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
২ বছর আগে
ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সম্ভাবনায় সফলভাবে শেষ হলো ‘লাইকি পার্টনারস মিটআপ ২০২১’
মিডিয়া ও কমিউনিকেশন, মিউজিক লেবেল, ওটিটি প্ল্যাটফর্ম সহ বিভিন্ন শিল্পের সম্ভাব্য অংশীদারদের সম্মিলনের মাধ্যমে ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনা উন্মোচনে ‘পার্টনারস মিটআপ ২০২১’ আয়োজন করেছে জনপ্রিয় স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ারের অ্যাপ লাইকি।
সম্প্রতি হোটেল বেঙ্গল ক্যানারিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মাসুদ রানা সহ লাইকি বাংলাদেশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা পোস্ট, সিএমভি মিউজিক, সিএমভি ড্রামা, ঈগল মিউজিক, ঈগল প্রিমিয়ার, ভিজ্যুয়ালসিনবিডি, ফাহিম মিউজিক, বঙ্গ বিডি, সিনেমাওয়ালা, সিডি চয়েস, সাউন্ডটেক বিডি, জাগোনিউজ২৪.কম, লে পয়েন্ট অরিজিনাল, টেন মিনিট স্কুল, এনটিভি, আরটিভি, চ্যানেল আই ও বাংলা টিভি চ্যানেলের মতো বিভিন্ন ব্যবসায়িক অংশীদারদের প্রতিনিধিরা।
এ ব্যাপারে লাইকি বাংলাদেশের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মাসুদ রানা বলেন, ‘স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি এবং শেয়ারের প্ল্যাটফর্ম ছাড়াও, ব্যবসা প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি এবং তাদের সবার কাছে পৌঁছানোর ক্ষেত্রে অন্যতম কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে লাইকি। ইতোমধ্যে, লাইকি’র সাথে অনেকেই অংশীদারিত্ব করেছে এবং এরা সকলেই ব্যাপকভাবে উপকৃত হয়েছে। ব্যবসার নতুন দিগন্ত উন্মোচনে সেসব সম্ভাবনাকে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।’
সুপারলাইক ও সুপারফলো সহ লাইকি’র কিছু সাম্প্রতিক ফিচার আপডেট এই অনুষ্ঠানে উন্মোচিত হয়। ক্রিয়েটর ও ব্যবসায়িক পার্টনাররা যাতে তাদের অডিয়েন্সের সাথে আরও ভালোভাবে যুক্ত হতে পারেন, সেজন্য নতুন দুটি ফিচার যুক্ত করা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বে লাইকি যেসব কাজ করেছে সেগুলোর ইনসাইট ও ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে শেয়ার করা হয়।
বাংলাদেশের মানুষের কাছে লাইকি অত্যন্ত জনপ্রিয় একটি প্লাটফর্ম। এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পের ব্যবসায়িক অংশীদাররা ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ গ্রহণ করতে পারেন। আর লাইভ স্ট্রিমিং, সৃজনশীল হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এবং কেওএল প্রমোশনের জন্য বিভিন্ন প্রকার অংশীদারিত্বে আগ্রহী লাইকি।
এর আগে, লাইকি সিএমভি ও প্র্যাংক কিং এর সাথে অংশীদারিত্ব করেছে এবং অংশীদারিত্বের মাধ্যমে ‘নলেজ মান্থ’ এর মতো উদ্ভাবনী ক্যাম্পেইন নিয়ে এসেছে। সিএমভি’র সাথে অংশীদারিত্বে নতুন নাটকের প্রচারণার জন্য লাইকি হ্যাশট্যাগ চ্যালেঞ্জ #এক্সচেঞ্জ (https://likee.video/hashtag/xchange) চালু করে। একটি ওয়েব সিরিজের প্রচারণার জন্য লাইকি প্র্যাংক কিং (https://likee.video/hashtag/Dhakatokhulna) এর সাথে অংশীদারিত্ব করে। এই প্রচারণার মাধ্যমে ওয়েব সিরিজটি সেই সময় ইউটিউবে বাংলাদেশে ট্রেন্ডিংয়ের তালিকায় স্থান দখল করেছিল।
নতুন সম্ভাবনা উন্মোচনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে লাইকি’র সাথে অংশীদারিত্বের আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
আরও পড়ুন: ‘সাইবার সেফটি’ ক্যাম্পেইন চালু করল লাইকি
ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে লাইকি
সিনেমাপ্রেমীদের জন্য লাইকি’র ‘ক্রেজি মুভি এডিটরস’ ক্যাম্পেইন
২ বছর আগে
যা আছে রিয়েলমি বাডস এয়ার ২ তে
অনেকেই বলেন সঙ্গীতে রয়েছে সঞ্জীবনী শক্তি! সম্পূর্ণরূপে সংগীত উপভোগ করতে, কথা বলতে চাই সেরা সঙ্গী। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন, স্টুডিও লেভেল সাউন্ড কোয়ালিটি, ২৫ ঘণ্টা প্লে-ব্যাক-সহ রিয়েলমি বাডস এয়ার ২ হবে মিউজিকের সেরা সঙ্গী।
এর অসাধারণ ফিচার আপনাকে মিউজিকের অনন্য জগৎ থেকে ঘুরে আসার অসাধারণ অভিজ্ঞতা দিবে। অনেক তরুণ জনপ্রিয় মিউজিশিয়ানরাও রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহার করার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রিয়েলমি বাডস এয়ার ২-এ আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন মোড, যা বাইরের কোনো উচ্চ শব্দ (২৫ ডেসিবল পর্যন্ত) ছাড়াই আপনাকে দিবে মিউজিকের প্রশান্ত জগতে বিচরণের অসাধারণ অভিজ্ঞতা। আর২ চিপ সম্বলিত এই বাডস এয়ার ২৫ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে সক্ষম এবং অনেক ক্ষুদ্র ফ্রিকোয়েন্সির শব্দও ফিল্টার করতে পারে। যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই মিউজিকের জগতে হারিয়ে যেতে পারবেন। বাডস এয়ার ২-এ ব্যবহৃত ডায়মন্ড গ্রেড কার্বন ডায়াফ্রাম মিউজিক স্টুডিও মানের সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করে। রিয়েলমি বাডস এয়ার ২-তে বেইজ বুস্ট+ বেইজ ইনহ্যান্সম্যান্ট সল্যুশন থাকার কারণে তরুণ শ্রোতারা অসাধারণ মিউজিক ও শ্রবণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে আপনি লাইভ রেকর্ডিং, ইলেকট্রনিক মিউজিক, রক মিউজিকসহ যেকোনো মিউজিকে বেইজ বাড়াতে পারবেন।
আরও পড়ুন: রিয়েলমির আরও দুটি ফোন আসছে বাজারে
এখন যে কারো মনে প্রশ্ন জাগতে পারে এমন অনন্য সব ফিচার সমৃদ্ধ রিয়েলমি বাডস এয়ার ২ নিয়ে মিউজিশিয়ানদের অনুভূতি কী? সম্প্রতি, কয়েকজন মিউজিশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের মাঝে একজন হলেন তরুণ সঙ্গীতশিল্পী মাশা ইসলাম।
তিনি বলেন, ‘যেহেতু আমি গান গাই এবং প্রচুর মিউজিক শুনি, তাই আমার কাছে গান শোনার সময় সাউন্ড কোয়ালিটি ভাল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয়। রিয়েলমি বাডস এয়ার ২ এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন মোড বাইরের শব্দ ও কোনো বাঁধা ছাড়াই আমাকে মিউজিক শুনতে সাহায্য করেছে। প্রায়ই আমি আমার ভক্তদের সাথে যোগাযোগ বজায় রাখতে সামাজিক মাধ্যমে লাইভ করি। তখন রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহার করলে শ্রোতারা আমার কথা আরও স্পষ্ট শুনতে পারেন।’
আরও পড়ুন: গ্লোবালি লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি জিটি ৫জি
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা সম্প্রতি তার শ্রোতাদের সাথে রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তিনি বলেন, ‘রিয়েলমি বাডস এয়ার ২ সত্যিই অনেক চমৎকার। এর স্পিকার ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন মোডের পাশাপাশি ট্রান্সপারেন্সি মোডও অসাধারণ। ভিডিও কলের সময় এই বাডস ব্যবহার করে আমি দুর্দান্ত অভিজ্ঞতা পেয়েছি। এক জোড়া ইয়ার বাডস থেকে আপনি যা যা আশা করেন, তার সবই এই রিয়েলমি বাডস এয়ার ২-তে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটি খুব দ্রুত চার্জ হয় এবং দামও যথেষ্ট সাশ্রয়ী।’
দেশের ইন্ডি মিউজিক জগতের জনপ্রিয় শিল্পী প্রগতা নাওহা তার ‘ফিভার ড্রিম’ গানটি রিয়েলমি এয়ার বাডস ২ এর মাধ্যমে রেকর্ড করে শ্রোতাদের জন্য গেয়ে শোনান।
তিনি বলেন, ‘রিয়েলমি বাডস এয়ার ২ এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ এবং এর চার্জের সক্ষমতাও দুর্দান্ত। এগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় এবং টাচ-কন্ট্রোল্ড। এই এয়ার বাডসগুলো মিউজিশিয়ান ও মিউজিক লাভারদের পছন্দ মাথায় রেখে তৈরি করা হয়েছে।’
‘আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন মোডটি, কারণ এটি ব্যবহার করে বাইরে গান শুনলে কোনো এক্সটারনাল নয়েজ দ্বারা বিরক্ত হওয়ার সুযোগ থাকে না। তাছাড়া এতে রিয়েলমি লিঙ্ক অ্যাপও রয়েছে যার মাধ্যমে আপনার ইচ্ছেমতো অডিও সেটিংস করতে পারবেন। এই ইয়ার বাডসগুলো আপনাকে সবচেয়ে দুর্দান্ত অডিও অভিজ্ঞতা দেবে,’ বলেন তিনি।
আরও পড়ুন: রিয়েলমি স্মার্টফোনে মেগা ডিলস, ১৫ জুন পর্যন্ত অবিশ্বাস্য ছাড়!
রিয়েলমি বাডস এয়ার ২-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই বাডস দিয়ে আপনি টানা ২৫ ঘণ্টা প্লেব্যাক সময় পাবেন এবং মাত্র ১০ মিনিটের চার্জে শ্রোতারা ১২০ মিনিট নিরবছিন্নভাবে গান শুনতে পারবেন। এই অসাধারণ ইয়ার বাডসগুলোর বর্তমান বাজারমূল্য মাত্র ৪,৯৯৯ টাকা। বিস্তারিত জানতে ভিজিটঃ https://cutt.ly/realme_BudsAir2
সম্প্রতি রিয়েলমি ঘোষণা দিয়েছে যে, মিউজিক লাভারদের জন্য সামনের দিনগুলোতে তারা আরও নতুন নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস বাজারে নিয়ে আসবে।
৩ বছর আগে