ভ্যাকসিন ইস্যু
ধৈর্য ধরুন, দেখেন কী করতে পারি: টিকা নিয়ে প্রধানমন্ত্রী
করোনার টিকা নিয়ে সমালোচনাকারীদের ধৈর্য ধরে সরকারের পদক্ষেপ দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘যারা সরকারের সমালোচনা করছেন তাদের বলতে চাই, ধৈর্য ধরুন এবং আমরা কী করতে পারি তা দেখুন। আপনি কেন সমালোচনা করছেন? সরকার সবার জন্য টিকা নিশ্চিত করবে।’
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সভায় যুক্ত হন। অন্যদিকে, দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের অন্যান্য আ.লীগ নেতারা উপস্থিত ছিলেন।
হাসিনা বলেন, ‘সবাই যাতে ভ্যাকসিন পায় তার জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। আমরা এটা করব।’
তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এখনও টিকা দেয়া শুরু করতে পারেনি। বাংলাদেশ পদক্ষেপ নিয়েছিল বলে অনেক আগেই টিকা দেয়া শুরু করতে পেরেছে।
ভারতে করোনাভাইরাস ব্যাপক ছড়িয়ে পড়া শুরু হলে রপ্তানি নিষিদ্ধ করেছে জানিয়ে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ কিছুটা হলেও সমস্যায় পড়েছিল, কিন্তু পরে অন্যান্য উত্স থেকে আমরা টিকা সংগ্রহ শুরু করি।’
আরও পড়ুন: জনগণের জীবন-জীবিকা নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দুঃখ লাগে যখন দেখি অগ্রাধিকার ভিত্তিতে যাদের দুটি ডোজ দেয়া হয়েছিল তারা এখন আমাদের সমালোচনা করছে।’
ভ্যাকসিন ইস্যু নিয়ে সমালোচনাকারীদের বিশ্ব পরিস্থিতি বোঝার চেষ্টার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এর আগে ৪ মার্কিন ডলারে এই ভ্যাকসিন কিনেছিল, এখন এটি ১৫ মার্কিন ডলারে কিনতে হচ্ছে। আগামী দিনগুলোতে দাম আরও বাড়বে।’
সরকার এ বিষয়ে গবেষণা চালানোর জন্য স্থানীয়ভাবে একটি ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপন করবে বলে শেখ হাসিনা জানান।
‘আমরা এই ইনস্টিটিউট স্থাপন করে ভবিষ্যতে ভ্যাকসিন তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব,’ বলেন তিনি।
লকডাউন অনুসরণ করুন, স্বাস্থ্যবিধি মানুন
সারা দেশে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ এবং বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ছে উল্লেখ করে তিনি দেশের মানুষকে টিকা দেয়ার পরও লকডাউন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান।
আরও পড়ুন: সবুজ ভবিষ্যতের জন্য বেশি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, ‘সবাইকে লকডাউনের নিয়ম অনুসরণ করতে হবে। ঘরে থাকতে হবে। আমরা যদি ঘরে বসে থাকি, ফেস-মাস্ক পরে থাকি, নিয়মিত হাত ধুয়ে থাকি এবং সচেতন থাকি তবে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।’
৩ বছর আগে