চট্টগ্রাম সেতু
চট্টগ্রামে নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে ৩ শ্রমিক আহত
চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা এলাকায় নির্মাণাধীন কালারপুল সেতুর তিনটি গার্ডার ধসে তিন শ্রমিক আহত হয়েছেন।
পিলারের ওপর গার্ডারগুলো স্থাপনের সময় ক্রেনের তার ছিঁড়ে শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোহাম্মদ রবিউল (৩০), মোহাম্মদ মফিজ (২৮) ও ফেরদৌস (৪০)। তাদেরকে পটিয়ার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পোশাক কারখানার লিফট ছিঁড়ে ১৫ শ্রমিক আহত
সংশ্লিষ্টরা জানান, রাত ৮টায় নির্মাণাধীন বেইলি ব্রিজের তিনটি গার্ডার হঠাৎ শিকলবাহা খালে ধসে পড়ে। প্রচণ্ড শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসে।
স্থানীয়দের অভিযোগ, ক্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে গার্মেন্টসে আগুন আতঙ্কে ১২ নারী শ্রমিক আহত
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দোহাজারীর নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, কালারপুল সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। রাতে কাজ করার সময় দুর্ঘটনাবশত তিনটি গার্ডার ধ্বসে পড়ার খবর পেয়েছি।
৩ বছর আগে