ট্রাক-প্রাইভেটকার
নওগাঁয় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে ২ যুবক নিহত
নওগাঁর মান্দায় ড্রামট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মান্দা উপজেলা নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মোহাম্মদপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর সাপাহারা চৌধুরীপাড়ার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান ও আব্দুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর।
আরও পড়ুন: মানিকগঞ্জে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১
স্থানীয়রা জানায়, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নওগাঁর দিকে আসার সময় দ্রুতগামী একটি ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পিলারে আটকে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়। এসময় প্রাইভেটকারের পেছনে থাকা একটি বাসকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রাম ট্রাকটি।
তবে বাসে থাকা কোনো যাত্রীর হতাহত হয়নি। সকাল থেকেই ঘন কুয়াশা আচ্ছন্ন থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা করা হয়েছে।
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি মনসুর রহমান।
আরও পড়ুন: নরসিংদীতে সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত, আহত ১০
১ সপ্তাহ আগে
যশোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
যশোর বেনাপোল মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন।
রবিবার (২৭ জুন) দুপুর সোয়া ১২ দিকে যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের ধোপাখোলা নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের বায়জিদ থানা এলাকার ইকবাল চৌধুরীর ছেলে সাদমান(২৭), ইসমাইলের ছেলে নাইম (৩৫), বাদশার ছেলে সৈয়দ (৪৫) ও একই এলাকার জহির আহম্মেদের ছেলে শাহাবুদ্দিন।
এ ঘটনায় চট্টগ্রামের রাজাখান চাইবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে আলী নেওয়াজকে (৪০) গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় দুই আনসার সদস্য নিহত
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামে থেকে গরু কেনার উদ্দেশে একটি প্রাইভেটকারে করে পাঁচ জন বেনাপোলে দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১২ দিকে যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কে ধোপাখোলা নিমতলা পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরমুখী একটি ট্রাকের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হয় ও অপর একজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নাভারণ হাইওয়ে থানার এসআই মো. ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে নাভারণ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করতে পারেনি পুলিশ।
৩ বছর আগে