ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।
এর আগে গত বছর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, আগের শিক্ষাবর্ষের মতোই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সিলেটে পুনঃনিরীক্ষণে ৪১ এসএসসি পরীক্ষার্থীর পাস
দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত বছরের ১৫ সেপ্টেম্বর।
সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ এর কারণে গত দুই বছরে এই পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ১৫৫ জন ফেল থেকে পাশ!
এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
১ বছর আগে
এইচএসসির ফরম পূরণ স্থগিত
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রবিবার (২৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : শিক্ষামন্ত্রী
এতে বলা হয়, ‘কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ফরম পূরণের তারিখ ঘোষণা করা হবে।’
আরও পড়ুন: শিক্ষাবর্ষের সময় কমানো, ছুটি বাতিলের পরামর্শ ইউজিসির
এর আগে গত শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করা হবে জানানো হয়েছিল।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী
এদিকে ২২ জুন এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে উল্লেখ করে সে ব্যাপারে ব্যাপক আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেবো। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। ২০২০ সালে এসএসসি পরীক্ষার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি।’
৩ বছর আগে