চুক্তিভিত্তিক নিয়োগ
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সোমবার (৯ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ২০২১ সালে চুক্তি ভিত্তিতে নিয়োগ পান তিনি। এরপর ২০২৩ সালের ২৪ আগস্ট তার মেয়াদ বাড়ানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ
১ মাস আগে
রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৪ কর্মকর্তা
কয়েকেটি রাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চারজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৭ নভেম্বর) সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিসিএস ক্যাডারের কর্মকর্তা সুলতানা লায়লা হোসেনকে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে আগামী ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগ আগামী ২৫ ডিসেম্বর থেকে অথবা যোগদানের পর থেকে কার্যকর হবে।
আরেকটি প্রজ্ঞাপনে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে (ছয় মাসের জন্য) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আগামী ১৭ নভেম্বর বা যোগদানের পর থেকে তার নিয়োগ কার্যকর হবে।
আরও পড়ুন: বাংলাদেশিদের সুদানে ভ্রমণ না করার পরামর্শ পররাষ্ট্র মন্ত্রণালয়ের
অপর প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিসিএস ক্যাডার কর্মকর্তা মো. আব্দুল হাইকে থাইল্যান্ডের ব্যাংককের বাংলাদেশে দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে (ছয় মাসের জন্য) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে বা যোগদানের পর থেকে তার নিয়োগ কার্যকর হবে।
আরেকটি প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিসিএস ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ সুফিউর রহমানকে জেনেভাস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে আগামী (ছয় মাসের জন্য) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। আগামী ১ ডিসেম্বর বা যোগদানের পর থেকে তার নিয়োগ কার্যকর হবে।
আরও পড়ুন: মোমেনের মানহানির অভিযোগে দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদনের নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
১১ মাস আগে
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. খুরশীদের মেয়াদ বাড়ল ২ বছর
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
৩ বছর আগে
ঢাকা ওয়াসায় চুক্তিভিত্তিক নিয়োগে স্বচ্ছতা চায় টিআইবি
ঢাকা ওয়াসায় দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিতে ব্যবস্থাপনা পরিচালকসহ সব ধরণের পদে চুক্তিভিত্তিক নিয়োগে আইনের যথাযথ অনুসরণ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৪ বছর আগে
জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন
শাহাবুদ্দিন আহমেদকে তিন বছরের জন্য জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
৪ বছর আগে