ওয়ারলেস
মগবাজার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৮
রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় রবিবার সন্ধ্যা ৭টার আকস্মিক বিস্ফোরণে এখন পর্যন্ত আট জন মানুষ প্রাণ হারিয়েছেন।
ওই এলাকার আড়ংয়ের পাশে একটি তিনতলা ভবনের নিচ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারের আহত ৫
রবিবার রাত ১১টার দিকে বিস্ফোরণে আহত স্বপন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। স্বপনসহ এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের ২৯ বছর বয়সী মুস্তাফিজুর রহমান ছিলেন একটি বেসরকারি রেডিও চ্যানেলে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। নিহত অপর ব্যক্তির নাম, আবুল কাশেম। তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে তার পরিচয় শনাক্ত করে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৩
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিস্ফোরণে পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘মোট সাতজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে ভবনের একটি অংশ বিধ্বস্ত হয়েছে এবং রাস্তার পাশে দাড়িয়ে থাকা তিনটি বাসের কাঁচ ভেঙে গেছে।
আরও পড়ুন: ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ঢাকা জোন) দেবাশীষ বর্ধন ইউএনবিকে বলেন, ‘তিনতলা ভবনের নিচ তলার শর্মা হাউস বা বেঙ্গল মটর শো রুমে বিস্ফোরণ ঘটতে পারে বলে আমাদের প্রাথমিক ধারণা।’
৩ বছর আগে