মুভমেন্ট পাশ
‘কঠোর লকডাউনে’ মুভমেন্ট পাশ থাকবে না: মন্ত্রিপরিষদ সচিব
দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশকে টহলে রেখে কঠোর লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘এবার কোনো মুভমেন্ট পাশ থাকবে না। জরুরি সেবা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশে করোনায় একদিনে রেকর্ড ৮৩৬৪ জন শনাক্ত, মৃত্যু ১০৪
মন্ত্রিপরিষদ সচিব বলেন, লকডাউন সংক্রান্ত সরকারের আদেশের বিস্তারিত জানাতে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ১ থেকে ৭ জুলাই পর্যন্ত খুব কঠোর অবস্থানে যাচ্ছি।’
তবে যারা জরুরি সেবায় যুক্ত তারা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে সচিব জানান।
আরও পড়ুন: লকডাউনকে ‘তামাশা’ বললেন ফখরুল
সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সববাহিনী লকডাউনে টহলে নিয়োজিত থাকবে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউ (বিধিনিষেধ) লঙ্ঘন করলে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) আইনানুগ ব্যবস্থা নেবে।’
এই শীর্ষ আমলা বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে আসন্ন লকডাউন চলাকালীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গত বছরের মতো দরিদ্রদের, বিশেষ করে শহর বেশি সমস্যাগ্রস্তদের সহায়তার নির্দেশ দেয়া হয়েছে।’
লকডাউন নিয়ে গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আরও বৈঠকে বসবেন এবং আগামীকাল বা পরশুদিন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের আদেশের বিষয়টি জানানো হবে।
আরও পড়ুন: ‘কঠোর লকডাউন’ পালনে সেনাবাহিনী থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘কিছু বাস্তব কারণে সরকার ৩০ জুনের আগে কঠোর বিধিনিষেধে যেতে পারছে না। তাই, কঠোর লকডাউন ১ জুলাই থেকে শুরু হবে।’
চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন ব্যবস্থা গ্রহণের ফলে কোভিড সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে এসময় আনোয়ারুল ইসলাম জানান।
৩ বছর আগে