রামু
রামুতে গ্রামের হেডম্যানকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের রামুতে গ্রামের হেডম্যান আলী আহমদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ব্যাঙডেবা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মৃত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন ধরে রামুর প্রত্যন্ত অঞ্চল ব্যাঙডেবায় বন রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। বনখেকোদের আক্রমণেই আলী আহমদ হত্যার শিকার হয়েছেন বলে তারা ধারণা করছে।
আরও পড়ুন: রামুতে সাড়ে ৬ কোটি টাকা মূলের আইস ও ইয়াবা জব্দ, আটক ২
এদিকে আলী আহমদের হত্যাকাণ্ডের কথা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।
রামু থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে অসংখ্য কোপের চিহ্ন পাওয়া গেছে। খুনের কারণ উদ্ঘাটন ও আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: রামুতে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার, আটক ৭
রামু বৌদ্ধমন্দির ও পল্লীতে হামলার ১০ বছর, থমকে আছে বিচারকার্য
২ বছর আগে
রামুতে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার, আটক ৭
কক্সবাজারের রামুতে অপহৃত চার স্কুলছাত্রের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পৃথক অভিযান চালিয়ে টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামে আরেক ছাত্রকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
আটক ব্যক্তিদের তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- রোহিঙ্গা ক্যাম্প এইচ-৪ ব্লকের নূর সালাম (৫০), রনজন বিবি ও মোচনী পাড়ার সাদ্দাম মিয়া।
১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম তিন স্কুলছাত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় দুই দফা অভিযান চালিয়ে তিন ছাত্রকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী দলের চারজনকে আটক করেছে র্যাব। তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
এসপি জানান, চার স্কুলছাত্র অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে শুক্রবার ভোরে তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ৪ স্কুলছাত্র অপহৃত, মুক্তিপণ দাবি
এর আগে বুধবার (৮ ডিসেম্বর) রাতে রামু থানায় চার ছাত্র নিখোঁজের অভিযোগ করেন স্বজনরা।
অভিযুক্ত জাহাঙ্গীর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর ব্লকের মোহাম্মদ কাছিমের ছেলে। তার সহযোগী মোহাম্মদ ইব্রাহিমের বাড়িও সেখানে। তারা দু’জনই বাতিঘর কটেজের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তবে ইব্রাহিম চাকরি ছেড়েছেন কয়েক মাস আগে।
অভিযোগে বলা হয়, কক্সবাজারের রামুর পেচারদ্বীপের বাতিঘর নামে একটি কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মো. ইব্রাহীমের সঙ্গে বন্ধুত্ব হয় চার স্কুলছাত্রের। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ৪ জনকে সেন্টমার্টিন বেড়াতে নেয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যান জাহাঙ্গীর ও ইব্রাহীম। স্বজনদের কাছে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ২ ‘অপহরণকারী’ আটক, ভুক্তভোগী উদ্ধার
৩ বছর আগে
কক্সবাজারে ৪ স্কুলছাত্র অপহৃত, মুক্তিপণ দাবি
কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের চার স্কুলছাত্রকে মঙ্গলবার সেন্টমার্টিনে বেড়াতে নেয়ার কথা বলে অপহরণের অভিযোগ উঠেছে দুই রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে।
অপহৃতরা হলো- উপজেলার খুনিয়াপালংয়ের পেচারদ্বীপের মংলা পাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহেদুল ইসলাম ও মিজানুর রহমান। তাদের মধ্যে জাহেদুল সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। বাকিরা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
অভিযুক্তরা হলেন-টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৬নং ব্লকের বাসিন্দা জাহাঙ্গীর ও ইব্রাহীম। তারা দুজনই কক্সবাজারের বাতিঘর কটেজের কর্মচারী।
এদিকে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন বলে জানিয়েছেন স্বজনরা। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী।
অভিযোগে বলা হয়েছে, ওই দুই রোহিঙ্গার সঙ্গে বন্ধুত্ব হয় চার স্কুলছাত্রের। মঙ্গলবার সকাল ১০টার দিকে চারজনকে সেন্টমার্টিন বেড়াতে নেয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যান তারা।
বুধবার দুপুরে স্বজনদের কাছে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে। আর তা না পেলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।
নিখোঁজ জাহেদুলের বাবা আব্দুস সালাম বলেন, পূর্ব পরিচয়ে বেড়াতে যাওয়ার কথা বলে আমার ছেলেসহ চারজনকে নিয়ে গেছে। খোঁজ-খবর নিতে ফোন দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। জাহাঙ্গীর ও ইব্রাহীমের মোবাইল ফোনও বন্ধ।
‘বুধবার দুপুরে রোহিঙ্গা সন্ত্রাসী পরিচয়ে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, ‘টেকনাফের ঘটনা বলে সেখানে অভিযোগ করার পরামর্শ দিয়েছি। আমরা তাদের সহযোগিতায় বিষয়টি তদন্ত করব।’
আরও পড়ুন: ল্যাপটপ কেনার টাকা যোগাড় করতেই অপহরণের পর শিশু ইয়ামিনকে হত্যা!
নতুন জামার টাকার জন্য শিশুকে অপহরণের পর হত্যা, ২ স্কুলছাত্র গ্রেপ্তার
৩ বছর আগে
কক্সবাজারে ব্রাজিল ভক্তের বিষপান!
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হার সইতে না পেরে কক্সবাজারের রামুতে এক ব্রাজিল ভক্ত যুবক বিষপান করেছেন।
বিষপানকারী মো. কামাল (২০) উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। রবিবার সকালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। পরে লোকজন তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: কোপার শিরোপা মেসির হাতে
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এফাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কোপা: কলম্বিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে আর্জেন্টিনা
পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
৩ বছর আগে
কক্সবাজারের রামুতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছে।
৪ বছর আগে