নেটজালে আটকে
ব্রহ্মপুত্র নদে নেটজালে আটকে গৃহবধূ নিখোঁজ
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে নেট জালে পা আটকে হায়াতন খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত রৌমারী ফায়ার সার্ভিসের ডুবুরী দল হায়াতন খাতুনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।
নিখোঁজ হায়াতন উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামের জলিল উদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: গাজীপুরে নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার
হায়াতনের ছেলে রবিউল ইসলাম বলেন, সোমবার সকালে আমরা ব্রহ্মপুত্র নদে চর গেন্দার আলগায় চিনি মাড়াইয়ের কাজ করি। কাজ শেষে দুপুরে মা নেট জাল পরিস্কার করতে নদীর পাড়ে যান। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সম্ভবত পায়ে নেট জাল আটকে মা পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। আমরা অনেক খুঁজেও তাকে না পেয়ে রৌমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে অনুরোধ করি। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে তাকে উদ্ধারের চেষ্টা করছে ডুবুরীর দল। এখনো মাকে পাওয়া যায় নি।
আরও পড়ুন: সন্ধান মেলেনি পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার খোরশেদ আলম। তিনি বলেন, আমরা প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। মুসলধারে বৃষ্টি এবং নদের তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
৩ বছর আগে