রায়গঞ্জ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। সোমবার (১ মে) উত্তরবঙ্গ মহাসড়কে উপজেলার ষোল মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহিম (৯) ওই উপজেলার সেনগাঁতী গ্রামের আসলাম আকন্দের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত এলাকার পাশেই শিশুটির বাবার একটি খাবারের দোকান আছে। শিশুটি রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ শিশু নিহত
মাগুরায় ইজিবাইকের চাপায় শিশু নিহত
১ বছর আগে
নির্বাচনের দু’দিন পর কেন্দ্র থেকে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধার
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দু’দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের একটি কেন্দ্র থেকে বিভিন্ন প্রার্থীর এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের পার কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ।
এছাড়া বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচনের দিন ওই কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় করা মামলায় পরাজিত ইউপি সদস্য প্রার্থীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, নির্বাচনের দিন ফল ঘোষণার পর দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। ভীত হয়ে সবাই দ্রুত কেন্দ্র ত্যাগ করায় একটি ব্যালটের বস্তা খোয়া যায়। এ ব্যাপারে ওইদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, চান্দাইকোনা ইউপি’র পার কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার দুপুরের দিকে একটি বস্তা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরে চাঁদপুরে ইউপি সদস্যের মৃত্যু
সরকার নির্বাচনী ব্যবস্থা ‘ধ্বংস’ করে দিয়েছে: বিএনপি
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ৬
৩ বছর আগে
সিরাজগঞ্জে নারীসহ দুই জনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুটি স্থান থেকে নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বেতুয়া গ্রামের কাছে একটি ইউক্যালিপটাস গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নিজাম উদ্দিনের (৫৪) লাশ উদ্ধার করা হয়। আর দুপুরের দিকে ধর্মদাসগাতী গ্রামে একটি দোকানের সামনে থেকে রহিমা খাতুনের (৬০) লাশ উদ্ধার হয়। নিজাম বেতুয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে এবং রহিমা ধর্মদাসগাতী গ্রামের মৃত আমজাদ হোসেনের মেয়ে।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজামকে খুন করা হতে পারে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। এদিকে ধর্মদাসগাতী গ্রামের লোকজন জানিয়েছেন, দোকানের সামনের রাস্তায় হঠাৎ করে পড়ে গিয়ে রহিমা মারা গেছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে স্ত্রীকে হত্যার একদিন পর মারা গেলেন স্বামী
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।
৩ বছর আগে