দুই
দুই লাখ টাকা মূল্যের কষ্টিপাথর জব্দ, আটক ১
পঞ্চগড়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দুই লাখ টাকা মূল্যের কষ্টি পাথর জব্দ হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক হাসিবুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বুধবার (১২ অক্টোবর) সকালে আটক হাসিবুল ইসলামের বিরুদ্ধে মামলা করে তাকেসহ পাথরটি আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: নীলফামারীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার
পুলিশ জানায়, একটি কষ্টিপাথর ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া থানা পুলিশ ভজনপুর ইউনিয়নের গিতালগছ এলাকায় অভিযান চালায়। অভিযানে গিতালগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে হাসিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগের ভেতর খবরের কাগজে মোড়ানো কষ্টিপাথরটি জব্দ করা হয়।
কষ্টি পাথরটির ওজন ৭৬৫ গ্রাম। এর অনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসিবুলের বিরুদ্ধে কষ্টিপাথর ভারতে পাচারের উদ্দেশে নিজ দখলে রাখার দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এর ১ (এ) ধারায় মামলা করা হয়েছে।
পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় কষ্টিপাথরের ২টি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার
প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কষ্টিপাথরের ১১ মূর্তি দিল বিজিবি
২ বছর আগে
এসএসসির প্রশ্নফাঁস: দুই সহকারী শিক্ষকের ২ দিনের রিমান্ড
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই সহকারী শিক্ষকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো.সুমন আলী শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন-নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জোবায়ের হোসেন।
গত ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী ওই দুই আসামির তিন দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত রবিবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: ঢাবির বিভাগীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানোর পরামর্শ বিশেষজ্ঞদের
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১২ জনের নামের মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। এঘটনায় জড়িত থাকায় ভুরুঙ্গামারী থানা পুলিশ নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক, চার জন সহকারী শিক্ষক, অফিস সহকারীসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভুরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী বলেন, রবিবার রিমান্ড শুনানি দিন ধার্য করে অভিযুক্ত দুই শিক্ষকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। এছাড়াও এর আগে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষকের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করে আদালত। তবে মামলার স্বার্থে আমাদের তদন্ত চলমান থাকবে।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের অভিযোগে ঢাবির শিক্ষার্থীসহ ৭৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
প্রশ্নফাঁস ও জালিয়াতি: ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট
২ বছর আগে
সিলেটে দুই শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকা থেকে এক রোহিঙ্গা দম্পতি এবং তাদের দুই সন্তানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন- শরীয়ত উল্লাহ(৩৪), তার স্ত্রী তাসলিমা বিবি(২২) এবং তাদের দুই মেয়ে শরিফা আক্তার(৩) ও শামীমা আক্তার(২)।
শরিয়ত উল্লাহ মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাজির আহমেদের ছেলে।
মঙ্গলবার রাতে এই দম্পতি আসামপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল যখন স্থানীয়রা তাদের দেখতে পায় এবং তাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। তাদের উচ্চারণ শুনে স্থানীয়রা তাদের রোহিঙ্গা সন্দেহ করে শ্রীপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়।
আরও পড়ুন: ফেসবুকে রোহিঙ্গা বিরোধী ঘৃণামূলক বক্তব্য রোধে ব্যর্থ হয়েছে মেটা, অ্যামনেস্টির নিন্দা
পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে এসে শিশুসহ ওই দম্পতিকে আটক করে।
জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করে যে তারা রোহিঙ্গা এবং তাদের পরিচয়পত্র দেখায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, ‘রোহিঙ্গা দম্পতি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠাব’।
আরও পড়ুন: আর সম্ভব নয়, রোহিঙ্গাদের ফিরে যেতে হবে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সমর্থন চায় বাংলাদেশ
২ বছর আগে
চট্টগ্রামে দুই যুবকের আত্মহত্যা
পৃথক ঘটনায় চট্টগ্রামে দুই যুবক আত্মহত্যা করেছেন। জেলার রাউজান উপজেলা এবং নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত দুই যুবক হলেন, সজল বড়ুয়া (২৮) ও অরিত্র ঘোষ (২১)।
বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সজল বড়ুয়া ওই এলাকার মৃত নির্মল বড়ুয়ার ছেলে।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা!
নিহতের ছোট ভাই সজীব বড়ুয়া জানান, তার বড় ভাই সজল বড়ুয়া ইউরোপের দেশ রোমানিয়ায় যাওয়ার জন্য ভারতে ভিসা প্রসেসিং করতে যান। কিন্তু সেখান থেকে তার ইউরোপ যাওয়া হয়নি। তাছাড়াও বিদেশ যাওয়ার বিষয়ে তার পরিবার ঋণগ্রস্তও ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, রাউজানের কদলপুর ইউনিয়নে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে সজল বড়ুয়া আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এদিকে নগরী কোতোয়ালি থানার আসকার দীঘির পাড় এলাকায় গলায় ফাঁস দিয়ে অরিত্র ঘোষ আত্মহত্যা করেছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফতুল্লায় ঋণের চাপে যুবকের আত্মহত্যা!
আত্মহননকারী অরিত্র আসকার দীঘির পাড় এলাকার কাঁচা বাজার মহণ্ডা আলয়ের স্বপন ঘোষের সন্তান। তবে কি কারণে অরিত্র আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাদেকুর রহমান বলেন, অরিত্র দাশ নামে এক যুবককে তার মামা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা আছে। এছাড়া অরিত্র দাশ এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: বখাটের অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা!
২ বছর আগে
দেশে করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৫৬
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। এসময়ে নতুন ১৫৬ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩২ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১১ হাজার ১০০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন:দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫৮
করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭
২ বছর আগে
বনানীতে ফের আগুন, ২ কিশোরী নিহত
রাজধানীর বনানী এলাকার একটি দশতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কিশোরী নিহত ও একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ভোরে বনানাীর ৩ নং সড়কের ‘এফ’ ব্লকের ৭৯ নাম্বার বাড়িটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে তিনজন গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিম (১৬) ও শপ্নাকে (১৪) মৃত ঘোষণা করেন। অপর গৃহকর্মী রিনতা (৩০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বনানীর ছয়তলা ভবনে আগুন
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের স্টেশন কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ রায়হানুল ইউএনবিকে জানান, রাত ১টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে রাত ২টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৫
উল্লেখ্য, গত শনিবার দুপুরে বনানী এলাকার চেয়ারম্যান বাড়িতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনটিতে আনন্দ টিভির অফিসও অবস্থিত।
৩ বছর আগে