রেলস্টেশন মাস্টার
ফরিদপুর রেলস্টেশন মাস্টারের ওপর হামলা, পণ্য আনলোড বন্ধ
ফরিদপুর রেলস্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় ভারত থেকে আসা মালবাহী চারটি ট্রেনের পণ্য আনলোড বন্ধ রয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় দুর্বৃত্তরা এই হামলা চালায়। পরে পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন বলেন, দেশ ও বিদেশ থেকে আসা পণ্যবাহী ট্রেনের পণ্য আনলোডকে কেন্দ্র করে সৈয়দ কনস্ট্রকশন অ্যান্ড ডেভেলপমেন্টকে শর্ত ভঙের কারণে বাতিল করা হয়। এতে প্রতিষ্ঠানটির লোকজন ক্ষুব্ধ হয়।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১ টার সময়ে ২০-২৫ জন ব্যক্তি এসে স্টেশনে আমার কক্ষে হামলা চালায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা দ্রুত এসে আমাকে রক্ষা করে।’
স্টেশন মাস্টার বলেন, বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, স্টেশনের পণ্য আনলোড করাকে কেন্দ্র করে বিরোধ ছিল। আমরা খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে ছিলাম। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘এছাড়াও রেলস্টেশন মাস্টার বা কর্তৃপক্ষ কোনে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।’
৩ বছর আগে