প্রো-ভিসি
ঢাবির নতুন প্রো-ভিসি শিক্ষা অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপউপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে উপউপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হলো।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাবি ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
ঢাবি ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের রিমান্ড
১০ মাস আগে
নতুন প্রো-ভিসি পেল ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ জুলাই পর্যন্ত
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম আতাউর রহমান জানান, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এম আবদুল হামিদ ইসলামী বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই নিয়োগ দিয়েছেন।
মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই।
আরও পড়ুন: বাংলাদেশ আইসিটি কম্পিটিশনের দ্বিতীয় পর্বে ১২৭ শিক্ষার্থী
গত ২২ ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান প্রো-ভিসি পদে মেয়াদ পূর্ণ করলে পদটি শূণ্য হয়।
৩ বছর আগে