ব্রিটিশ কলম্বিয়া
কানাডায় তীব্র তাপদাহ: মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে
কানাডায় কয়েকদিন ধরে বয়ে যাওয়া প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রদেশের চিফ করোনার লিসা লাপয়েন্তে বুধবার বিকালে জানিয়েছেন, তারা গত শুক্রবার থেকে বুধবার বিকাল পর্যন্ত অন্তত ৪৮৬ জনের মৃত্যুর খবর পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
আরও পড়ুন: যুদ্ধবিরতির পর ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা
লাপয়েন্তে বলেন, তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এদের মধ্যে কতজনের মৃত্যু তাপদাহজনিত। যদিও এটি বিশ্বাসযোগ্য যে, মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির জন্য ব্রিটিশ কলম্বিয়ার প্রতিকূল আবহাওয়াই দায়ী।
ভ্যানকুভার পুলিশ সার্জেন্ট স্টিভ অ্যাডিসন এক বিবৃতিতে বলেছেন, কয়েক ডজনেরও বেশি মৃত্যুর অধিকাংশই তাপদাহের সঙ্গে সম্পর্কিত। আমরা এমন ঘটনা আগে কখনোই দেখিনি। ভ্যানকুভারের অনেকগুলি বাড়ি সিয়াটলের মতোই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখে না, ফলে তাপমাত্রা বৃদ্ধির কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে।
আরও পড়ুন: তাইওয়ানে রেকর্ড সংখ্যক চীনা বিমানের অনুপ্রবেশ
মঙ্গলবার টানা তৃতীয় দিনের মত কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ব্রিটিশ কলম্বিয়ার লিটন গ্রামে। মঙ্গলবার ওই এলাকায় তাপমাত্রা ছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস (১২১ ডিগ্রি ফারেনহাইট)।
আরও পড়ুন: জোড়া ড্রোন হামলায় কেঁপে উঠল জম্মু কাশ্মীরের বিমান ঘাঁটি
কানাডার স্বাস্থ্য অধিদপ্তর 'এনভায়রনমেন্ট কানাডা' ব্রিটিশ কলম্বিয়া ও অ্যালবার্টা প্রদেশ এবং সাসকেচুয়ান, নর্থওয়েস্টার্ন টেরিটোরিস এবং ইউকন প্রদেশের কিছু এলাকায় অতিরিক্ত তাপমাত্রার জন্য সতর্কতা জারি করেছে।
৩ বছর আগে