শতবর্ষপূর্তি
চীনকে দমন করতে চাইলে মাথা থেতলে দেয়া হবে: জিনপিং
চীন যেভাবে নিজেদের তৈরি করছে তাতে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে করুণ পরিণতি ভোগ করতে হবে-এই হুঁশিয়ারি উচ্চারণ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন কাউকে দমন করে না। চীনকে দমন করতে চাইলে মাথা থেতলে দেয়া হবে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি উপলক্ষে এক গণ সমাবেশে দেয়া বক্তব্যে জিনপিং এই হুঁশিয়ারি দেন।
আরও পড়ুনঃ চীন থেকে শিগগিরই আরও ২০ লাখ টিকা আসছে
যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে জিনপিং বলেন, আমরা কাউকে দমন করার চেষ্টা করি না। তাই আমাদের কখনোই কোনো বিদেশি বাহিনী দমন, পীড়ন ও পরাধীন করতে পারবে না। কেউ চেষ্টা করলে চীনের ১.৪ বিলিয়ন (১৪১) কোটি মানুষের গ্রেট ওয়ালে মাথা থেতলে দেয়া হবে।
চীন বরাবর অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র তাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
চীনা কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা ও দেশটির জাতির পিতা মাও সে তুংয়ের মতো ধূসর রঙের পোশাক পড়ে বিশাল জনসমাবেশে জিনপিং বলেন, চীনের জনগণের আত্মমর্যাদাবোধ দৃঢ়। তারা অতীতে কখনো অন্য দেশের জনগণ দ্বারা দমন, পীড়ন এবং দাসত্বের শিকার হয়নি, বর্তমানেও হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না।
আরও পড়ুনঃ বাংলাদেশ কখনও ঋণের ফাঁদে পড়বে না: চীনা রাষ্ট্রদূত
৭ হাজার মানুষের উপস্থিতিতে জিনপিং এর এই মন্তব্যে চীন যুক্তরাষ্ট্রের সাথে বৈশ্বিক ক্ষমতার অবস্থান নিয়ে এবং ভারতের সাথে বিরোধপূর্ণ সীমান্ত ইস্যুতে আরও গভীরভাবে দ্বন্ধে জড়িয়ে পড়লো।
এ সময় ক্ষমতা এবং জনগণ কমিউনিস্ট পার্টিকে নির্বাচন করছে বলেও মন্তব্য করেন শি জিনপিং।
আরও পড়ুনঃ চট্টগ্রাম পৌঁছেছে চীনের টিকা
যদিও বেইজিং ক্ষমতার অপব্যবহার, ১০ লাখেরও বেশি উইঘুর জনগণকে আটক এবং মুসলিম সংখ্যালঘুদের ওপর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সমালোচিত হয়েছে।
১৯২১ সালে চীনের কমিউনিষ্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ গৃহযুদ্ধের পর ৭২ বছর আগে ১৯৪৯ সালের ১ অক্টোবর চীনা কমিউনিস্ট নেতা মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীন (পিআরসি) গঠনের ঘোষণা দেন।
৩ বছর আগে