কোটি টাকার স্বর্ণ
ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। এ সময় ওই চার জনকে আটক করে কাস্টমসের কর্মকর্তারা। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় সাত কোটি টাকা।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণে চুক্তি
আটকরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার কায়স্থ গ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে নতুন টার্মিনাল, শাহজালালে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন জানান, সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চার যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
২ বছর আগে
ঢাকা বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোরে প্রায় এক কোটি ৬ লাখ টাকা মূল্যের দুটি সোনার বারসহ সৌদি থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।
গ্রেপ্তার জসিম মিয়া নরসিংদী জেলার বাসিন্দা।
ঢাকা কাস্টমস হাউজ জানায়, শুক্রবার ভোর পৌনে ৩টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জসিম মিয়া।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল স্বর্ণেসহ মুদ্রা উদ্ধার, দম্পতি আটক
এরপর ভোর সাড়ে ৪টার দিকে জসিম মিয়া গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব থেকে এক কেজি ৬০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।
আরও পড়ুন: ঢাকা বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ১
সূত্র জানায়, জসিমকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে স্থানীয় থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে।
৩ বছর আগে