জসিম মিয়া
ঢাকা বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোরে প্রায় এক কোটি ৬ লাখ টাকা মূল্যের দুটি সোনার বারসহ সৌদি থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।
গ্রেপ্তার জসিম মিয়া নরসিংদী জেলার বাসিন্দা।
ঢাকা কাস্টমস হাউজ জানায়, শুক্রবার ভোর পৌনে ৩টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জসিম মিয়া।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল স্বর্ণেসহ মুদ্রা উদ্ধার, দম্পতি আটক
এরপর ভোর সাড়ে ৪টার দিকে জসিম মিয়া গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব থেকে এক কেজি ৬০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।
আরও পড়ুন: ঢাকা বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ১
সূত্র জানায়, জসিমকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে স্থানীয় থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে।
৩ বছর আগে