সুন্নতে খৎনা
সুন্নতে খৎনার অনুষ্ঠান, খাবার গেল এতিমখানায়
দেশে করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া সাতদিনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মহা ধুমধামে সুন্নতে খৎনার অনুষ্ঠান আয়োজন করেন এক ব্যক্তি। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় অনুষ্ঠানের খাবার পাঠানো হয় এতিমখানায়, সাথে অর্থদণ্ড দেয়া হয় দোষী নুরুল আলমকে।
আরও পড়ুন: কঠোর লকডাউনে জুমার নামাজ: রাজধানীর দুটি মসজিদে ভিন্ন চিত্র
শুক্রবার বন্দরের ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগ এলাকায় এই ঘটনা ঘটে। লকডাউনের নিয়ম ভাঙায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।
ইউএনও শুক্লা সরকার জানান, বন্দরের ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকার নুরুল আলম শুক্রবার মহা ধুমধামে ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক লোককে দাওয়াত করা হয়। স্থানীয় ইউপি সদস্য করোনাকালে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে লোক সমাগম না করার অনুরোধ করেন। কিন্তু ইউপি সদস্যের কথা উপেক্ষা করেই নুরুল আলম বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল তৈরি করে ব্যাপক খাবার দাবারের আয়োজন করে।
আরও পড়ুন: লকডাউনে বিয়ে করে জরিমানা গুনলেন বর
আইন অমান্য করায় ওই বাড়িতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিথিদের জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।
৩ বছর আগে