২৫ লখ
দেশে এলো মডার্নার ২৫ লাখ টিকার ১ম চালান
বাংলাদেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় করোনা পরিস্থিতির অবনতি রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এর মধ্যেই কোভ্যাক্সের আওতায় মার্কিন প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনার ২৫ লাখ ডোজ টিকার প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনা মহামারির অত্যন্ত বিপজ্জনক সময় পার করছে বিশ্ব : ডব্লিউএইচও
শুক্রবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরণ করা মডার্নার টিকার প্রথম চালান এসে পৌঁছালে তা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ১৩২ প্রাণহানি, শনাক্ত ২৮.২৭ শতাংশ
সব দেশের জন্য ভ্যাক্সিন নিশ্চিত করতে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি এশিয়ার দেশগুলোর জন্য ২ কোটি ৫০ লাখ ডোজ টিকা বরাদ্দ করে। এই বরাদ্দ থেকেই বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।
এর আগে গত মঙ্গলবার (২৯ জুন) রাতে মডার্নার টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
টিকার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি বুঝি স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাংলাদেশে খুব দ্রুত মানসম্মত টিকার প্রয়োজন। এটা মাত্র শুরু।’
৩ বছর আগে