ইন্তেকাল
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন দৈনিক আজাদীর সাবেক চীফ রিপোর্ট ও যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়া মারা গেছেন
তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭৪ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন হেলাল উদ্দিন চৌধুরী।
তিনি দৈনিক গণকণ্ঠ, দৈনিক আজাদী, দৈনিক সমকালে কাজ করেন। তিনি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার ও সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন।
জানা গেছে, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হেলাল উদ্দিন চৌধুরী শুক্রবার সকালে কক্সবাজার যান।
আরও পড়ুন: যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান ৪২ বছর বয়সে মারা গেছেন
দুপুরে সেখানে অনুষ্ঠান চলাকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে সিসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। সব চেষ্টা ব্যর্থ করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন।
কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী সাহেব আজ (শুক্রবার) দুপুর ১২টা ৩৮ মিনিটে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আসেন বুকে ব্যথা নিয়ে। সেখানে ইসিজি করে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক পাওয়া যায়।
তিনি আরও বলেন, আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ সামর্থ দিয়ে উনার চিকিৎসা চালিয়ে গেছেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ‘ঘুড্ডি’ পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকি মারা গেছেন
১ বছর আগে
হেফাজত নেতা মাওলানা ইয়াহিয়া আর নেই
হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হযরত মাওলানা ইয়াহিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন)।
শুক্রবার (৩ জুন) দিবাগত রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে মাওলানা ইয়াহিয়ার বয়স হয়েছিল ৭৭ বছর।
মাওলানা ইয়াহইয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ রাতে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয় মাওলানা ইয়াহিয়াকে। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এছাড়া তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মাওলানা ইয়াহিয়া দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র জানায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর আবদুস সালামকে মহাপরিচালক ও ইয়াহিয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মুফতি আবদুস সালামের জানাজার পরপরই সেদিন ইয়াহিয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়।
আরও পড়ুন: টাকা আত্মসাৎ মামলায় চট্টগ্রামে হেফাজত নেতা কারাগারে
কর্মজীবন-
১৯৭৩ সালে তিনি শিক্ষাজীবন শেষ করে হাটহাজারীর গড়দুয়ারা মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। গড়দুয়ারা মাদরাসায় ১০ বছর শিক্ষকতার পরে তিন বছর মাদার্শা মাদরাসা ও হাজী ইউনুস সাহেব (রহ.) প্রতিষ্ঠিত ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদরাসায় ছয় বছর শিক্ষকতা করেন। হাটহাজারী মাদরাসার মজলিশে শূরার ডাকে ১৯৯১ সালে উম্মুল মাদারিস খ্যাত হাটহাজারী মাদরাসায় যোগ দেন।
শিক্ষকতার শুরু থেকে আজ অবধি তার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে দক্ষতার সঙ্গে উর্দুখানা থেকে তাফসির জামাত পর্যন্ত সব বিভাগের বিভিন্ন কিতাবের পাঠদান করে আসছেন।
২০২০ সালের ২১ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত মজলিশে শূরার বৈঠকে মসলিশে এদারির (মাদরাসা পরিচালনা বোর্ড) সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন
খেলাফত লাভ-
হাটহাজারী মাদরাসায় অধ্যায়নকালে শুধু জ্ঞান অর্জনের মাধ্যমেই তৃপ্ত হননি বরং আধ্যাত্মিক সাধনার জন্যও অস্থির ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তাসবিহ তাহলিল আদায়ে সুষ্ঠু নিয়ম, উন্নত চরিত্রের অধিকারী, ইখলাস ও আমল-আখলাক দেখে শায়খুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানীর (রাহ.) খলিফা আল্লামা শাহ আহমদ শফী (রহ.) চার তরিকার খেলাফত দান করে বাইয়াত ও মুরিদ করার অনুমতি প্রদান করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৭ কর্মী-সমর্থক গ্রেপ্তার
১ বছর আগে
ওমরাহ করতে গিয়ে বাংলাদেশির ইন্তেকাল
পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবের পবিত্র মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সৌদি আরবের মক্কায় অবস্থান কালীন সময়ে তিনি মৃত্যু বরণ করেন।
আরও পড়ুন: বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের ইন্তেকাল
মক্কায় মারা যাওয়া শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। তিনি যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঠিকাদার ব্যবসায়ী ছিলেন।
মৃত্যুকালে তার স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়া তার বাড়ি উপজেলার ৯ নং ইউনিয়নের চরমধুরা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেন শফিকুর রহমানের স্ত্রী ও দুই মেয়ে ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
তারা জানান, গত ২৬ জানুয়ারি শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। সেখানেই তিনি রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
এদিকে হাজী শফিকুর রহমানের মৃত্যুতে ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ড. মুহম্মদ শামছুল হক ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ অন্যান্য নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত ফজল-এ-খোদার ইন্তেকাল
গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. ফজলে রাব্বীর ইন্তেকাল
১ বছর আগে
‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত ফজল-এ-খোদার ইন্তেকাল
‘সালাম সালাম হাজার সালাম’- গানের কালজয়ী গীতিকার গীতিকবি ফজল-এ-খোদা ইন্তেকাল করেছেন। রবিবার ভোর ৪টায় ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।চিরকাল নিভৃতে থাকা বিশিষ্ট এই গীতিকবিকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ফজল-এ-খোদা এবং তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তার অবস্থা ছিল আশঙ্কাজনক।গুণী এই গীতিকারের জন্ম ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার লেখা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি জায়গা করে নিয়েছে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায়।
৩ বছর আগে