পশুরহাট বন্ধের সিদ্ধান্ত
স্বাস্থ্যবিধি লঙ্ঘন: পঞ্চগড়ে পশুরহাট বন্ধের সিদ্ধান্ত
পশুরহাটগুলাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ফলে পশুরহাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার সদর উপজেলা প্রশাসনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চলমান কঠোর লকডাউনের মধ্যেও পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের আশঙ্কায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলা শহরের রাজনগর পশুরহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: যত্রতত্র পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ওই বৈঠক শেষে জেলা জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে আলোচনা সাপেক্ষে পশুরহাট বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, হাট ইজারাদার মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্ধারিত স্থানের বাইরে পশুর হাট বসতে দেয়া হবে না: স্থানীয় সরকারমন্ত্রী
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম জানান, পশুর হাট বন্ধ নিয়ে আলাদা কোন নির্দেশনা ছিল না। সারা দেশের মত পঞ্চগড়েও কঠোর লকডাউন মানলেও রাজনগর পশুর হাটে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা কঠিন হচ্ছিল। তাই হাট সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে এখন থেকেই রাজনগর পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে জেলার অন্য পশুর হাটগুলোও পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, করোনা সংক্রমণ ঠেকাতে আপাতত জেলার সকল পশুরহাট বন্ধ থাকবে। বিষয়টি প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
৩ বছর আগে