তিউনিসিয়া
তিউনিসিয়ায় বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীকে বরখাস্ত
তিউনিসিয়ায় মহামারি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সহিংস বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং দেশের পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করেছেন রাষ্ট্রপতি কায়িস সাইদ।
রবিবার গভীর রাতে এই ঘোষণার পর তিউনিসের রাস্তায় বিক্ষোভকারীদের উদযাপন করতে দেখা গেছে।
আরও পড়ুনঃ চীনে আঘাত হানছে টাইফুন ‘ইন ফা’, বহু ফ্লাইট বাতিল
রাষ্ট্রপতি কায়িস সাইদ ঘোষণা করেছেন, তিনি নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় দায়িত্ব গ্রহণ করবেন এবং দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষে কাজ করবেন।
দেশব্যাপী বিক্ষোভের পর জরুরি নিরাপত্তা বৈঠক শেষে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘তিউনিসিয়ায় সামাজিক শান্তি ফিরে না আসা এবং রাষ্ট্রকে রক্ষার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুনঃ ভারতে বন্যা ও ভূমিধসে নিহত শতাধিক
রবিবার তিউনিসসহ অন্যান্য শহরগুলিতে হাজার হাজার মানুষ ভাইরাস বিধিনিষেধ এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এসময় সংসদ ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা।
২৫ জুলাই আন্দোলনের নামে একটি নতুন গ্রুপ তিউনিসিয়ার স্বাধীনতার ৬৪তম বার্ষিকীতে এই বিক্ষোভের ডাক দেয়।
আরও পড়ুনঃ আততায়ীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ব্যবহার করেছিল এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। নাবেউল, সউস, কায়রউয়ান, সাফ্যাক্স এবং তোজেউর শহরেও এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা সংসদের প্রভাবশালী ইসলামপন্থী আন্দোলন আন্নাহাদারের অফিসেও হামলা চালিয়েছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আক্রমণকারীরা অফিসের ভেতরের কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জামগুলি ভাঙচুর করে এবং রাস্তায় ফেলে দেয়।
দলটি এই হামলার নিন্দা করে বলেছে যে তিউনিসিয়ার অভ্যন্তরীণ ও বাইরের ‘অপরাধী দল’ তিউনিসিয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এই কাজ করছে।
আরও পড়ুনঃ তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ২০ অভিবাসীর
উল্লেখ্য, করোনা মহামারিতে আফ্রিকার দেশগুলোর মধ্যে তিউনিসিয়া সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে, ফলে দেশটিতে লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধ পুনরায় জারি করা হয়েছে।
৩ বছর আগে
বাংলাদেশিসহ ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৪৩
ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি পাড়ি জমানোর সময়ে অভিবাসীবাহী এক নৌকা তিউনিসিয়া উপকূলে ডুবে গেছে। নৌকা ডুবির ফলে, বাংলাদেশি নাগরিকসহ ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার ওই দুর্ঘটনায় অন্তত ৮৪ জনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। দুর্ঘটনার কথা স্বীকার করলেও অন্যান্য অভিবাসীদের ডুবে যাওয়ার বিষয়টি স্বীকার করতে নারাজ তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী ২৫ হাজার অভিবাসীকে প্রবেশের অনুমতি দিচ্ছেন বাইডেন
তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের প্রধান মঙ্গী স্লিম বার্তা সংস্থা এপিকে জানায়, শুক্রবার লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারা থেকে ইটালির উদ্দেশ্যে ১২৭ জন অভিবাসীকে নিয়ে যাত্রা করে ওই নৌকাটি। তার মতে, নিখোঁজ অভিবাসীদের মধ্যে ১২ জন বাংলাদেশি, ৪৬ জন সুদানি এবং ১৬ জন ইরিত্রিয়ার নাগরিক।
ভ্যমধ্যাসগার পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য সাম্প্রতিক সময়ে লিবিয়া হয়ে উঠেছে অন্যতম ডিপার্চার স্থান। সম্প্রতি আবহাওয়া ভাল থাকায় এই রুটে অভিবাসীদের যাতাযাত বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি অভিবাসীদের প্রশংসায় সৌদি কর্তৃপক্ষ
এর আগে গত সপ্তাহে দেশটির কোস্ট গার্ড দেশটির এক দ্বীপের সমুদ্র সৈকতে সাতজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করে। পরে তাদের অভিবাসীদের জন্য প্রস্তুতকৃত কবরস্থানে দাফন করা হয়।
৩ বছর আগে