জাহাজডুবি
শিবসা নদীতে ফ্লাইঅ্যাশবোঝাই জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার
খুলনার শিবসা নদীতে তলা ভেটে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাই-অ্যাশ বোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে এমভি গায়েহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটির তলা ফেটে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ।
নলিয়ান নৌ থানার পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে নাবিকদের উদ্ধার করেন।
শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
লাইটার জাহাজটি ভারতের ভজভজ এলাকা থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাই-অ্যাশ (সিমেন্টর কাঁচামাল) বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২০ ট্রলারসহ ২৫০ জেলে নিখোঁজ
পশুর নদীতে সিমেন্টের ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি
১০ মাস আগে
পশুর নদীতে সিমেন্টের ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি
বাগেরহাটের মোংলার কাইনমারী এলাকায় পশুর নদীতে ৮০০ মেট্রিক টন সিমেন্টের ক্লিংকারবোঝাই (কাঁচামাল) একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় খুলনার রূপসা নদীর পাড়ে সেভেন রিংস সিমেন্ট কারখানার উদ্দেশে যাওয়ার সময় পশুর নদীর কাইনমারী পয়েন্টে ১০ জন নাবিকসহ ‘এমভি আনমোনা-২’ নামের জাহাজটি ডুবে যায়।
এ সময় জাহাজের সব নাবিক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান, নদীতে প্রবল স্রোতের কারণে নোঙর ছিঁড়ে জাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করতে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে সমুদ্রে ডুবে দুই বন্ধুর মৃত্যু
১ বছর আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি, ১৩ জন উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ‘দেলোয়ার আল বাহার’- নামের এই লাইটার জাহাজটি বুধবার (১৪ জুন) রাতে বৈরি আবহাওয়া কারণে তলা ফেটে ডুবে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার বিকালে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি ছোট লাইটার জাহাজ ডুবে গেছে। কেউ হতাহত নেই, ডুবে যাওয়ার জায়গাটি আমরা চিহ্নিত করে রেখেছি। বন্দরে জাহাজ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।’
কোস্টগার্ড সদরদপ্তরের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মো. আশিকুর রহমান জানান, ডুবে যাওয়া জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। আশপাশের লাইটার জাহাজগুলো তাদের উদ্ধার করেছে।
তিনি বলেন, বহির্নোঙরে আলফা এ্যাঙ্করেজ এলাকায় ‘এমভি দেলোয়ার আল বাহার’ নামের লাইটার জাহাজটির তলা ফেটে যায়। এসময় বৈরি আবহাওয়া ছিল। জাতীয় জরুরি সেবা থেকে সকল পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘মেটাল শার্ক’কে ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করে আশপাশের লাইটারগুলো।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভ্যন্তরীণ নদীপথে চলার জন্য নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমোদন নেয় জাহাজটি। কিন্তু নিয়ম ভেঙে লাইটার জাহাজটি সমুদ্রপথে চলছিল।
আরও পড়ুন: মোংলায় সারবোঝাই লাইটার জাহাজডুবি
মেঘনায় তেলবাহী জাহাজডুবি: ৩ দিনেও শুরু হয়নি উদ্ধারকাজ, আরও তদন্ত কমিটি গঠন
কর্ণফুলীতে জাহাজডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার
১ বছর আগে
কর্ণফুলীতে জাহাজডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ (ফিশিং বোট) ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার হয়েছে। এই নিয়ে সাত জনের লাশ উদ্ধার করা হলো।
শনিবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মৃতরা হলেন-ভোলার চরফ্যাশনের দক্ষিণ চর আইসা গ্রামের আবদুল মোতালেব (৬০) ও জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরী (৫৫)।
আরও পড়ুন: কর্ণফুলীতে জাহাজডুবি: সীতাকুণ্ডে আরও একজনের লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, এফভি মাগফেরাত জাহাজ ডুবে আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার চারদিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে প্রপেলার (পাখা) খুলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। সাত জন নিখোঁজদের মধ্যে আগে শুক্রবার পর্যন্ত পাঁচ জন এবং শনিবার দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডদের উদ্ধার টিম।
২ বছর আগে
কর্ণফুলীতে জাহাজডুবি: সীতাকুণ্ডে আরও একজনের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় ‘এফভি মাগফেরাত’ নামে জাহাজ (ফিশিং বোট) ডুবে নিখোঁজ একজনের লাশ সীতাকুণ্ড সাগর উপকূল থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভাটিয়ারী অক্সিজেন রোডের পশ্চিমে সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি পুলিশ উদ্ধার করে।
আরও পড়ুন: কর্ণফুলীতে জাহাজডুবি, ক্যাপ্টেনসহ ৭ জন নিখোঁজ
বিষয়টা নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের এসআই চান মিয়া বলেন, কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া জাহাজের নিখোঁজদের একজনের লাশ ভাটিয়ারী সাগর উপকূল থেকে গাউছিয়া কমিটির সহযোগিতায় উদ্ধার করি।
উদ্ধার হওয়া ব্যক্তি ওই জাহাজের সোহানী ছিলেন।
উদ্ধার হওয়া মো. মনির হোসেন (১৯) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার খালিশা গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে প্রপেলার (পাখা) খুলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।
দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের মধ্যে আগে ৫ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আরও পড়ুন: কর্ণফুলীতে জাহাজডুবি: ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার
২ বছর আগে
কর্ণফুলীতে জাহাজডুবি: ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ছোট জাহাজ (ফিশিং ট্রলার) ডুবে নিখোঁজ সাত জনের মধ্যে জাহাজের ক্যাপ্টেনসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে দুটি লাশ ডক মেম্বার রহমত মিয়া এবং নিখোঁজ ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর বলে শনাক্ত করেছেন নৌ-পুলিশ। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: কর্ণফুলীতে জাহাজডুবি, ক্যাপ্টেনসহ ৭ জন নিখোঁজ
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার কাজ এখনো চলছে।
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের সি রিসোর্স কোম্পানির জেটি এলাকায় এমভি মাগফিরাত নামে জাহাজেটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে কর্ণফুলী নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার পর জাহাজে থাকা প্রধান প্রকৌশলীসহ ৯ নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও জাহাজের ক্যাপ্টেনসহ সাত জন নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেরামত করতে সি রিসোর্স কোম্পানির ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজেটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লাগে। পরে উল্টে অল্প সময়ের মধ্যে নদীতে তলিয়ে যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ
চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি: সীতাকুণ্ড থেকে আরও একজনের লাশ উদ্ধার
২ বছর আগে
কর্ণফুলীতে জাহাজডুবি, ক্যাপ্টেনসহ ৭ জন নিখোঁজ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার জাহাজ ডুবে ক্যাপ্টেনসহ সাতজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের সি রিসোর্স কোম্পানির জেটি এলাকায় এমভি মাগফিরাত নামে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ
স্থানীয় সূত্রে জানা গেছে, মেরামত করতে সি রিসোর্স কোম্পানির ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লাগে। পরে উল্টে অল্প সময়ের মধ্যে নদীতে তলিয়ে যায়। ঘটনার পরপর জাহাজে থাকা প্রধান প্রকৌশলীসহ ৯ নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও জাহাজের ক্যাপ্টেনসহ সাত জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া নাবিকরা হলেন-জাহাজের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান, সহকারী প্রকৌশলী আসলাম, গ্রিজার মো. মনির এবং সেলার বশর, আনোয়ার, রাকিব, বাচ্চু ও সাইদুল।
নিখোঁজরা হলেন-ট্রলারের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন, ডক মেম্বার রহমত মিয়া নিখোঁজ হন।
নিখোঁজ অন্য জনের নাম জানা যায়নি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, জাহাজ ডুবতে শুরু করলে প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে পাশ্ববর্তী নৌকার সাহায্যে উদ্ধার করে তীরে আনা হয়।
কিন্তু বাকিরা জাহাজের ভেতরে আটকা পরে। নিখোঁজদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ-থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে চেষ্টা চালাচ্ছে।
স্রোতের কারণে ডুবুরীরা কাজ করতে পারছে না। উদ্ধারকারী জাহাজ ও বিভিন্ন সরঞ্জাম সংগ্রহের জন্য ট্রলার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি।
তারা বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে লাইটার জাহাজডুবি: নিখোঁজ ৮
চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি: সীতাকুণ্ড থেকে আরও একজনের লাশ উদ্ধার
২ বছর আগে
বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ
বঙ্গোপসাগরের নোয়াখালী ভাসানচর এলাকায় একটি ‘সজল তন্ময়-২’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এসময় ডুবে যাওয়া জাহাজটির ১২ নাবিক নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ জাহাজটি ডোবে বলে জানায় কোস্টগার্ড।বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
আরও পড়ুন: চট্টগ্রামে লাইটার জাহাজডুবি: নিখোঁজ ৮
তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।কোস্টগার্ডের অপর এক কর্মকর্তা বলেন, ‘জাহাজটি কি কারণে ডুবেছে সেটি এখনো আমরা জানতে পারিনি। তবে সাগর কিছুটা উত্তাল আছে। জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা নম্বরে ফোন করে জানানো হয়। ভাসানচরের কাছে আমাদের যে জাহাজ ছিল সেটাকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। আমরা জানতে পেরেছি, জাহাজের ১২ জন নাবিক নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।’
ঘটনাস্থলে কোস্টগার্ডের টিমও পৌঁছেছে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: পশুর নদীতে কয়লাবাহী লাইটার জাহাজডুবি
মোংলায় পাথরবোঝাই লাইটার জাহাজডুবি: ১০ নাবিক জীবিত উদ্ধার
২ বছর আগে
চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি: সীতাকুণ্ড থেকে আরও একজনের লাশ উদ্ধার
চট্টগ্রাম বন্দরে জাহাজডুবির ঘটনায় ২৪ ঘন্টার ব্যবধানে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল আবছার লাভলু (৩৭) পতেঙ্গায় ডুবে যাওয়া জাহাজের শ্রমিক। তিনি মীরসরাই উপজেলার দক্ষিণ ভূঁইয়া গ্রামের বাসিন্দা।এর আগে গতকাল সোমবার একই এলাকা থেকে মো. হানিফ শেখ নামে একজনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভাটিয়ারী সমুদ্র উপকূলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় গাউছিয়া কমিটির টিম ও নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে জাহাজ ডুবে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহ তার নাম পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত নুরুল আবছার লাভলুর বাড়ি মীরসরাই উপজেলার দক্ষিণ ভূইয়া গ্রামে। তিনি পতেঙ্গায় ডুবে যাওয়া লাইটার জাহাজ ‘এমভি টিটু ১৪’-তে কর্মরত ছিলেন।তার লাশ স্বজনদের কাছে দেয়া হয়েছে।উল্লেখ্য, গত ১৯ মার্চ (শনিবার) ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ‘এমভি টিটু-১৪; নামে একটি লাইটার জাহাজ ডুবে যায়। এসময় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ৯ জন জীবিত উদ্ধার হলেও চারজন নিখোঁজ ছিল। এদের মধ্যে গতকাল মো. হানিফ শেখ ও আজ নুরুল আবছার লাভলুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও আরও দু’জন নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬, জাহাজ আটক
চট্টগ্রামে লাইটার জাহাজডুবি: নিখোঁজ ৮
২ বছর আগে
চট্টগ্রামে লাইটার জাহাজডুবি: নিখোঁজ ৮
চট্টগ্রামের পতেঙ্গায় শনিবার ভোরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত আরও আটজন নিখোঁজ রয়েছেন।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ভোরে বন্দরের বহির্নোঙর এলাকায় বালুবাহী একটি জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ টিটু-১৪ ডুবে যায়। জাহাজটিতে মোট ১৩ জন নাবিক ছিলেন।
আরও পড়ুন: পশুর নদীতে কয়লাবাহী লাইটার জাহাজডুবি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, এই ঘটনায় কোস্টগার্ড সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
২ বছর আগে