প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ১১ লাখ ৬৫ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করার প্রমাণ পায় তদন্ত কমিটি।
আরও পড়ুন: বৃক্ষপ্রেমিক শিক্ষক নুরুল ইসলাম
এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক জানান, স্কুলের অর্থ আত্মসাৎ করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
৩ বছর আগে