কাদার স্রোত
জাপানে কাদার স্রোতে ২ মৃত্যু, নিখোঁজ ২০
জাপানের রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে আতামি শহরে প্রবল বৃষ্টির ফলে কাদার স্রোতে ঘরবাড়ি ও গাড়ি ভেসে গেছে। ভূমিধস ও কাদার স্রোতের কারণে কমপক্ষে দু'জন মারা গেছেন এবং প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন।
বার্তা সংস্থা এপি রবিবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার এই ভূমিধসের ঘটানাটি ঘটে।
আরও পড়ুন: ইকিগাই: জাপানিদের সুস্থ জীবনের রহস্য!
আতামি শহরের এই ঘটনায় শনিবার থেকে এখন পর্যন্ত দশ জনকে উদ্ধার করা হয়েছে। শতাধিক ফায়ার সার্ভিস কর্মী, সামরিক বাহিনী এবং তিনটি কোস্টগার্ড জাহাজ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় অন্তত ৮০টির মতো বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। কাদামাটিতে আটকা পড়ে গাড়ি ও বাড়িগুলোতে মানুষের খোঁজে এখনও অভিযান চলছে।
কয়েক দিন আগে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ে ভূমিধসের কারণেই পাহাড় থেকে এমন কাদারস্রোত নেমে এস ঘর-বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।
আরও পড়ুন: জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, আহত শতাধিক
প্রত্যক্ষদর্শীরা, তাদের মোবাইলে এই ঘটনার ভিডিও ধারণ করেন। তারা জানান, হঠাৎ করেই তারা প্রবল শব্দ শুনতে পান। এরপর কাদামাটির স্রোতে ওই এলাকার বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়।
৩ বছর আগে