সামরিক বিমান বিধ্বস্তে
ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, ৪২ সেনাসদস্য নিহত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে সামরিক বাহিনীর একটি বিমান অবতরণ করার সময় বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এছাড়া ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে ৪২ জনই সেনাসদস্য।
দেশটির প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেনজানা জানিয়েছেন, এখনও উদ্ধার তৎপরতা চলছে। বিমানটিতে তিনজন পাইলট এবং পাঁচজন ক্রুসহ মোট ৯৬ জন যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশই ছিলেন সেনাবাহিনীর সদস্য।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের পর পাওয়া গেল অঙ্গ-প্রত্যঙ্গ, ধ্বংসাবশেষ
সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা বলেছেন, বিধ্বস্ত হওয়া লকহিড সি-১৩০ হারকিউলিস বিমানটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বিমান ছিল। এ বছর সামরিক সহায়তার অংশ হিসেবে বিমানটি ফিলিপাইনকে দেয়া হয়। রবিবার দুপুরের আগে সুলু প্রদেশের পাটিকুলের পাহাড়ি শহর বঙ্ককাল এলাকায় অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।
তিনি বলেন, এ ঘটনায় কমপক্ষে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে।
আরও পড়ুন: ছাগলের সাথে বসবাস আম্পানে বিধ্বস্ত খাদিজার
সোবেজানা বলেন, এটি খুব দুর্ভাগ্যজনক যে বিমানটি ল্যান্ডিংয়ের সময় রানওয়ে মিস করে এবং পুনরায় উড্ডয়নের চেষ্টা করে ব্যর্থ হয়।
৩ বছর আগে