ধোবড়া বাজার
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে আটক ৬, অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে জেলার কানসাট-চৌডালা
আঞ্চলিক সড়কের পুসকুনি এলাকা থেকে চারজন এবং রবিবার ভোরে
ধোবড়া বাজার এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।
আরও পড়ুন: মানিকগঞ্জে দলবেঁধে ডাকাতি, গ্রেপ্তার ৬
আটক ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের কসিমুদ্দিনের ছেলে লালু
(২৩), একই এলাকার সফিকুল ইসলাম ওরফে কালুর ছেলে সেলিম (২৪), গোলাপ বাজারের নজরুল ইসলামের ছেলে সাকিল (২০), মিরাতালুক গ্রামের নওশাদের ছেলে
বাবু (২৮), বিনোদপুর ইউনিয়নের আবদুল আলিমের ছেলে ফাহাদ আলী (৩০) ও বড় হাদিনগর গ্রামের আমান উল্লার ছেলে শহিদুল ইসলাম (২৫)।
আরও পড়ুন: নরসিংদীতে গণপিটুনিতে সন্দেহভাজন ২ ডাকাত নিহত
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার গভীর রাতে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের পুসকুনি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন ও রবিবার ভোরে ধোবড়া বাজার এলাকা থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩ বছর আগে