ব্যাটারিচালিত ভ্যান
পাবনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার সকাল উপজেলার আওতাপাড়া পশ্চিমপাড়া এলাকায় রূপপুর-পাবনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে ভ্যানচালক মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)।
পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার সকালে ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলটি পাবনা শহর থেকে রূপপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি ট্রাক রূপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। এর মধ্যে আওতাপাড়া এলাকার একটি মোড়ে পৌঁছামাত্র মোটরসাইকেল ও ভ্যানটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক ও ভ্যানের যাত্রী মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনিও মারা যান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পড়ুন: বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
৩ বছর আগে
রাজধানীতে ব্যাটারিচালিত ভ্যান উল্টে পড়ে সবজি ব্যবসায়ী নিহত
রাজধানীতে ব্যাটারিচালিত ভ্যান উল্টে পড়ে আব্দুল আজিজ (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে কলাবাগান থানাধীন কাঁঠাল বাগান ঢালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক সবজি ব্যাবসায়ী সাইফুল (৩০) ও ভ্যানচালক আলম।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে নেয়া হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫
এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এ এস আই) মো. আব্দুল খাঁন বলেন, ঢামেকে চিকিৎসারত অবস্থায় আব্দুল আজিজকে রাত পৌনে একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ব্যাবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। সামান্য আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে।
আজিজের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
ভ্যান চালক জানিয়েছেন, নিহতের গ্রামের বাড়ি যশোর। নিকট আত্মীয় না আসায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।ভ্যান চালক আলম জানান, কাঁচামাল ক্রয়ের জন্য শ্যামবাজারের দুই কাঁচামাল ব্যাবসায়ীকে নিয়ে কাওরানবাজার যাচ্ছিলেন । যাওয়া পথে কাঁঠাল বাগানের ঢালে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় দৌড়ে যাওয়ার সময়ে একটি বিড়াল দ্রুতগামী ভ্যানটির নিচে পড়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ভ্যানে বসে থাকা দু'জনই ছিটকে পরে যান। পরে পথচারীদের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পিকআপের চাপায় পথচারী নিহত
৩ বছর আগে