লকডাউন অমান্য
লকডাউন অমান্য করায় বরিশালে ৪৯৯ জনকে জরিমানা
লকডাউনের সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশালে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।
গত চার দিনে বরিশাল জেলায় ৪৯৯ জনকে ৭ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউনে বিয়ে : বর ও কনে পক্ষকে জরিমানা
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, বরিশালে কঠোর লকডাউন অমান্য করায় গত রবিবার চতুর্থ দিনে বরিশাল জেলায় ২১টি ভ্রাম্যমাণ আদালত ১৫০টি মামলায় ১৫০ জনকে ২ লাখ ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা করে।
এর আগে গত ৩ জুলাই লকডাউনের তৃতীয় দিনে বরিশালে ২১ ভ্রাম্যমাণ আদালত ১৮০ মামলায় ১৮০ জনকে ৩ লাখ ২২ হাজার ৯০০ টাকা জরিমানা করে। এছাড়া লকডাউনের দ্বিতীয় দিনে বরিশালে ১ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা এবং লকডাউনের প্রথম দিন ১ জুলাই ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: লকডাউন: বাগেরহাটে মাস্ক ব্যবহার না করায় ৪৯ জনের জরিমানা
আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
৩ বছর আগে