সংক্রমণ বৃদ্ধি
ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে, অক্সিজেন সংকট
গত দুই সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে বেশ কিছু হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিযেছে।
দেশটির সামুদ্রিক বিষয় ও বিনিয়োগ সমন্বয়মন্ত্রী লুহুত বিনসর পাণ্ডজায়ান বলেন, ‘প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা তিন থেকে চারগুণ বৃদ্ধির কারণে সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনে সরকার অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নিয়েছে, প্রয়োজনে বিদেশ থেকে অক্সিজেন আমদানি করা হবে।’
শনিবার দেশটির ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যাবার পর ৬৩ জনের প্রাণহানি ঘটে।
আরও পড়ুন: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, ৪২ সেনাসদস্য নিহত
বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ ইন্দোনেশিয়া গত দুই সপ্তাহে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, একদিনে ৫৫৫ জন নিহতের পাশাপাশি নতুন ২৭ হাজার ২৩৩ জন রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনা মহামারির অত্যন্ত বিপজ্জনক সময় পার করছে বিশ্ব : ডব্লিউএইচও
দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মোট মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন।
৩ বছর আগে