গতবারের রানার্সআপ
পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
কোপা আমেরিকা ২০২১ এর ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। মঙ্গলবার ভোরে রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে গতবারের রানার্সআপ পেরুকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল তিতের শিষ্যরা।
ফাইনাল নিশ্চিত হবার পর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বলেন, ‘আমি ফাইনালে আর্জেন্টিনাকে দেখতে চাই। সেখানে আমার অনেক ভালো বন্ধু রয়েছে। তবে, ফাইনালে ব্রাজিলই জিতবে।’
খেলার প্রথমার্ধেই দৃষ্টিনন্দন ফুটবলের উপহার দিয়েছে ব্রাজিল। ৩৫ মিনিটে অধিনায়ক নেইমারের পাসে পাকুয়েটার গোলে ব্রাজিল এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করলেও হার এড়াতে পারেনি পেরু।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
এনিয়ে কোপায় ২১তম বারের মতো ফাইনালে উঠল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপায় শিরোপা জিতেছে নয়বার।
খেলায় বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল আক্রমণেও প্রাধান্য দেখায়। তাদের নেয়া ১৫ শটের আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পেরু সাতটি শট নিয়ে মাত্র দুটি রাখতে পারে লক্ষ্যে। দু’দলই সমান তিনটি করে কর্নার পায়।
আরও পড়ুন: জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু
কোপার গতবারের ফাইনালে নিজেদের মাঠে পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারের আসরের গ্রুপ পর্বেও দেখা হয়েছিল দুই দলের। ওই লড়াইয়ে ৪-০ গোলে হারিয়েছিল নেইমার-থিয়াগো সিলভারা।
আগামী ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে কোপার দশম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।
আরও পড়ুন: টটেনহাম থেকে বহিষ্কার হলেন কোচ মরিনহো
এদিকে আগামীকাল বুধবার কোপার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া পরস্পরের মুখোমুখি হবে।
৩ বছর আগে