এমআইএস
গণটিকার নিবন্ধন শুরু বৃহস্পতিবার
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী সকল মানুষকে টিকার আওতায় আনা হবে। আর এ জন্য বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে গণটিকার নিবন্ধন কার্যক্রম ফের শুরু হচ্ছে ।
আরও পড়ুনঃ আজও করোনায় মৃত্যু ও শনাক্তে রেকর্ড, স্বাস্থ্য সেবা খাতে পুনর্বিন্যাস
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( এমআইএস ) অধ্যাপক ডা. মিজানুর রহমান মঙ্গলবার রাতে ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ এখন থেকে ৩৫ বছর হলেই টিকার নিবন্ধন
তিনি বলেন, গণটিকার নিবন্ধন শুরু হবে বৃহস্পতিবার থেকে। সুরক্ষা অ্যাপে এখন তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে। গণটিকার নিবন্ধন শুরু হলে আগের মতো সবগুলো ক্যাটাগরিই খুলে দেওয়া হবে।
আরও পড়ুনঃ টিকা পরীক্ষার বানর ধরতে গিয়ে ‘লাঞ্ছিত’ পাঁচ
স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সোমবার সাংবাদিকদের বলেছিলেন, আপাতত তিনটি ক্যাটাগরিতে অগ্রাধিকারের ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দুই একদিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হবে। এবং সুরক্ষা অ্যাপে আগের সবগুলো ক্যাটাগরি যুক্ত করে দেওয়া হবে।
প্রসঙ্গত, এবার নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেয়া হয়েছে। দেশে টিকা নিবন্ধন শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়েছিল। পরে টিকার নিবন্ধন কম হওয়ায় আরও ব্যাপক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় ৫৫ থেকে ৪০ বছর করা হয়। এবার তৃতীয় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ বছর আগে