কোপা
কোপা: কলম্বিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে আর্জেন্টিনা
কোপার দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে কলম্বিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে পৌঁছে গেলো ফুটবল ঈশ্বর ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ে খেলাটি শেষ হয় ১-১ গোলে।
আরও পড়ুন: পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
মেসির নেতৃত্বে ম্যাচের শুরু থেকেই ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও কলম্বিয়ানরা নির্ধারিত সময়ের পূর্বেই ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয়। আর এবারের কোপার নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় খেলা বদলে ভাগ্য নির্ধরণে ট্রাইবেকারে পৌঁছায় ম্যাচটি।
আরও পড়ুন: জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ শামীম
শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনালের টিকেট নিশ্চিত করে মেসির শিবির।
আগামী রবিবার ফুটবল বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখী হবে নেইমার এবং মেসির নেতৃত্বে। মারকানায় আসন্ন ম্যাচের উত্তাপ যে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে তা এখন অনস্বীকার্য।
৩ বছর আগে