প্রধান
বিচারপতি গোলাম মর্তুজাকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের নথিতে অনুমোদন দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুর্নগঠনের নথিতে অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ট্রাইব্যুনালের সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ আইন উপদেষ্টার
আইন উপদেষ্টা আরও বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই অনুমোদন দিয়েছেন তিনি। আজই তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।
ট্রাইব্যুনালে তিন বিচারক নিয়োগের ফলে অচিরেই জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসিফ নজরুল আরও জানান, অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূরীকরণে আগামী বৃহস্পতিবারের মধ্যে সারাদেশের অধস্তন আদালতগুলোতে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ ববি হাজ্জাজের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সময়োপযোগী করতে সংশোধনী প্রস্তাব
২ মাস আগে
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জামিনে মুক্ত
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানী।
সোমবার (২৬ আগস্ট) জামিনে মুক্তি পান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষার্থীসহ জামায়াত-বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত
কারাগারের জেলার লুৎফর রহমান জানান, সন্ত্রাসবিরোধী মামলাসহ চারটি মামলায় গ্রেপ্তার মুফতি জসীম উদ্দীন রাহমানী হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাছাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
মুফতি জসীম উদ্দীন রাহমানী বরগুনা সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
তার মুক্তির খবরে সকালে কারাগারের মূল ফটকে উপস্থিত হন তার বড় ভাই মো. আব্দুল খলিল, মো. আব্দুল জলিল, মো. আইয়ুব আলী ও তার অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলাম।
জানা গেছে, ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মুফতি জসীম উদ্দীন রাহমানীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল রবিবার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান।
এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: সম্প্রীতি সমাবেশ: বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার
২৬ বছর পর জামিনে মুক্তি পেলেন চট্টগ্রামের ‘শিবির নাছির’
৩ মাস আগে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে শাহবাজ শরীফের অভিনন্দন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
শুক্রবার (৯ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
আরও পড়ুন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় ড. ইউনূসকে মোদির অভিনন্দন
শাহবাজ লিখেছেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে একটি সৌহার্দ্যপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সাফল্য কামনা করি। আগামী দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা গভীর করতে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মমতার অভিনন্দন
৪ মাস আগে
দেশের কল্যাণে সবসময় প্রস্তুত থাকতে হবে: সেনাবাহিনী প্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি খুবই চ্যালেঞ্জিং। এছাড়া দেশের কল্যাণে সবসময় প্রস্তুত থাকতে হবে।
বুধবার (১৯ জুন) দুপুরে সাভার সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাবাহিনী প্রধান একথা বলেন।
আরও পড়ুন: ডিআর কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলায় ৩০ জন নিহত: সেনাবাহিনী
সেনাবাহিনী প্রধান আরও বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের মঙ্গলের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক করেছেন।
এর আগে সাভার সেনানিবাসে পৌঁছে সেনাসদস্যদের সঙ্গে মত বিনিময় সভা করেন সেনাপ্রধান।
এছাড়া ডিওএইচএস এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে একটি নির্মাণ শেষ হওয়া মসজিদ উদ্বোধন করেন ও বৃক্ষ রোপণ করেন।
পরে সেনাবাহিনী প্রধানকে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ফুলে আচ্ছাদিত একটি খোলা জিপে সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন
যশোরে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা
৬ মাস আগে
ঢাকায় পৌঁছেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান ভি আর চৌধুরী
ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে রয়েছেন তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতের বিমান বাহিনী প্রধান। এ ছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
সফরকালে তিনি বিমান বাহিনীর প্রধান ঘাঁটি পরিদর্শন করবেন।
ভারতের বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।
আরও পড়ুন: বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া শুরু
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
৯ মাস আগে
বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সাবেক সদস্য হাবিবুল বাশারকে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচক প্যানেল থেকে সম্প্রতি তার প্রস্থানের পর এই নতুন দায়িত্বটি পেলেন বাশার। তবে তার পরিবর্তনের ঘোষণা দেওয়ার সময় বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বাশারকে নতুন পদে নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: রিদম গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বাশারকে স্বাগত জানান বিসিবি পরিচালক ও নারী বিভাগীয় কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নির্বাচক প্যানেল থেকে বাশার বাদ পড়ার পাশাপাশি মিনহাজুল আবেদীন নান্নুকে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেন গাজী আশরাফ হোসেন লিপু।
নির্বাচক প্যানেলে নতুন সদস্য হিসেবে গাজীর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক ব্যাটার হান্নান সরকার।
আরও পড়ুন: বিপিএল: অনুশীলনে মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজ
১০ মাস আগে
বিশ্বব্যাংক-আইএমএফ প্রধানদের সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (১৫ নভেম্বর) ঢাকায় এই বৈঠক করেন তিনি।
বিশ্বব্যাংকের কান্ট্রি চিফ আবদুলাই সেক এবং আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পিটার হাসকে হুমকির বিষয়ে সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে: মার্কিন দূতাবাস
মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন আইবেলি ইউএনবিকে বলেন, ‘কূটনীতিক হিসেবে আমরা বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও জনগণের সঙ্গে কথা বলি। এর মধ্যে রয়েছে সুশীল সমাজ, বেসরকারি সংস্থা, গণমাধ্যম পেশাজীবী, ব্যবসায়ী নেতা, চেম্বার অব কমার্স, রাজনৈতিক দল, একাডেমিক ও বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক অবদানকারী, শিক্ষাবিদ এবং আরও অনেক ধরনের সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি।
তিনি বলেন, 'এই কথোপকথন আমাদের বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে।’
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন ও তৈরি পোশাক খাতে ইতিবাচক পরিবর্তনের প্রশংসা ইইউ প্রতিনিধি দলের
১ বছর আগে
ইউএনএইচআর’র প্রধানকে বাংলাদেশের জবাব: প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করা ‘তথ্য যাচাইকৃত নয়’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্কের পক্ষ থেকে 'পূর্ণাঙ্গ তথ্য ও তথ্যের যাচাই ছাড়া' সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি চিঠি এবং একটি প্রেস নোটের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।
গত ১০ নভেম্বর তুর্কের কাছে পাঠানো বাংলাদেশের প্রতিক্রিয়ায় বলা হয়, 'আমরা আশা করি, গুজব ও যাচাই না করা তথ্যের উপর ভিত্তি করে প্রভাবিত হওয়ার ঝুঁকি এড়াতে মানবাধিকার ব্যবস্থা সম্পূর্ণ তথ্য ছাড়াই সিদ্ধান্তে পৌঁছানোর আগে নিজেদের পর্যাপ্ত সময় দেবে।’
ইউএনবি'র হাতে আসা ওই চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ২০২৩ সালের ১ নভেম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের চিঠিটি 'পূর্ণাঙ্গ তথ্য ও তথ্য প্রকাশের অপেক্ষা না করে তাড়াহুড়ো করে' এবং প্রতিফলনের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে লেখা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বাসযোগ্য, সঠিক প্রতিবেদনই যোগাযোগের লাইফলাইন: জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান
চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে এবং নিরপেক্ষ উৎস থেকে নেওয়া ভয়াবহ ছবি ও ভিডিও ফুটেজসহ দেশের দেওয়া তথ্য-উপাত্ত বিবেচনা না করেই একই ইস্যুতে তুর্কের কার্যালয় থেকে তড়িঘড়ি করে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে।’
বাংলাদেশ পক্ষ থেকে বলা হয়, সংবিধানথেকে উদ্ভূত বাধ্যবাধকতার আলোকে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সকল রাজনৈতিক দলকে সমাবেশ, বিক্ষোভ, মিছিল ইত্যাদি আয়োজনের অনুমতি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।
এই চেতনায় সরকার ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা গণসমাবেশের অনুমতি দেয়, যদিও একটি প্রধান বিরোধী দল বিএনপির ঘোষিত উদ্দেশ্য ছিল অরাজকতা সৃষ্টি করা এবং ঢাকাকে বাংলাদেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করা।
টার্কের কাছে বাংলাদেশের জবাবে বলা হয়, গত ২৮-২৯ অক্টোবর সমাবেশ ও হরতাল চলাকালে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা অরাজনৈতিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, থানা, সিসিটিভি ক্যামেরা, বিচার বিভাগ, গণমাধ্যমকর্মী, নিরীহ বেসামরিক নাগরিক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সরকারি সম্পত্তিতে নির্বিচারে সহিংসতা, অগ্নিসংযোগ, অন্যান্য ধরনের সহিংস কর্মকাণ্ডের আশ্রয় নেয়।
এতে বলা হয়, পুলিশের এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, একজন বাস কর্মীকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের বাসভবনে হামলা চালানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, পরদিন বিএনপি যখন সারা বাংলাদেশে 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসের প্রচারণা' চালায়, তখন আরও কয়েকজন নিহত হয়।
বাংলাদেশের জবাবে বলা হয়, 'এটা দুর্ভাগ্যজনক যে, বিএনপি দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালিয়েছে। টিভি ক্যামেরা কেড়ে নেওয়া হয় এবং কমপক্ষে ২৫ জন সাংবাদিকের উপর হামলা চালানো হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বিএনপি কর্মীদের এই হামলার নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন: অনুকূল পরিবেশ সৃষ্টি করে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের
চিঠিতে বাংলাদেশ বলেছে, গণমাধ্যমের ওপর বিএনপির হামলার নিরপেক্ষ মূল্যায়ন করা উচিত, যা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।
‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো (এলইএ) ন্যূনতম এবং সর্বোত্তম শক্তি প্রয়োগের জন্য ভালভাবে প্রশিক্ষিত কারণ তারা সম্পত্তি বা জীবন ধ্বংস রোধ করতে চায়। পুলিশের একজন সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা সত্ত্বেও যুক্তিসঙ্গত ও সংযত থাকার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রশংসার দাবিদার।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হিসেবে বর্তমান সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ বলেছে, ২৮ অক্টোবরের ঘটনার পরে প্রতিটি গ্রেপ্তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল।
চিঠিতে বলা হয়, 'নির্বিচারে কোনো গ্রেপ্তার বা আটক করা হয়নি এবং আমরা তাদের অভ্যন্তরীণ আইন অনুযায়ী সম্পূর্ণ আইনি আশ্রয়ের নিশ্চয়তা দিচ্ছি।’
এর জবাবে বাংলাদেশ আরও উল্লেখ করে যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং আরও কয়েকটি মামলা চলমান রয়েছে- যার সবগুলোই ২০০৭-০৮ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা হয়েছিল।
আরও পড়ুন: বিবৃতিটি কোনো বৈশ্বিক প্রতিবেদন ছিল না: জাতিসংঘ মানবাধিকার কার্যালয়
তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনগত বিধান অনুযায়ী তার সাজা স্থগিত করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা নেওয়া এবং দেশ ত্যাগ না করার’ শর্তে বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হয়েছে। ২০২০ সালের ২৫ মার্চ যে শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছিল তা তিনি মেনে নিয়েছিলেন এবং তার মুক্তির মেয়াদ বেশ কয়েকবার বাড়ানো হয়েছে।
জবাবে বাংলাদেশ উল্লেখ করে যে, তিনি তার পছন্দ অনুযায়ী বাংলাদেশের অন্যতম সেরা হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসা নিচ্ছেন।
সম্প্রতি তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল তার পরিবারের সদস্য ও বিএনপি নেতারা। সরকার অনুমতি দিয়েছে।
সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে টার্কের অফিসের সম্পৃক্ততার প্রশংসা করেছে বাংলাদেশ।
জাতিসংঘের মানবাধিকার প্রধানকে লেখা চিঠিতে বলা হয়, 'যেহেতু বাংলাদেশ মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় জাতিসংঘের প্রক্রিয়ার সঙ্গে গঠনমূলক ও ধারাবাহিকভাবে সম্পৃক্ত, তাই আমরা আশা করি আমাদের অবিচল অঙ্গীকার সহযোগিতা ও আনুপাতিকতার চেতনায় প্রতিফলিত হবে।’
আরও পড়ুন: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ
১ বছর আগে
যুক্তরাষ্ট্র সফরে গেলেন বিমানবাহিনী প্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
সরকারি সফরে শনিবার (১৪ অক্টোবর) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে একজন সফরসঙ্গী ও তার স্ত্রী রয়েছেন।
আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী বিক্রান্তের আজ যাত্রা শুরু
এই সফরের অংশ হিসেবে তিনি দুটি সি-১৩০ পরিবহন বিমানের রক্ষণাবেক্ষণ (পিডিএম ও ‘সি চেক’) কার্যক্রমের বর্তমান অগ্রগতি পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের সরকারি সফর শেষে আগামী ২১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু
১ বছর আগে
করপোরেটদের বাজার অস্থিতিশীল করা গ্রহণযোগ্য নয়: ডিএনআরসিপি প্রধান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, আলু, মটরশুটিসহ অন্যান্য ফসলের দাম বাড়ার পেছনে কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, করপোরেট কোম্পানি বা বড় ব্যবসায়ীদের পক্ষে বাজার অস্থিতিশীল করা গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে ডিএনসিআরপি'র সম্মেলনকক্ষে ভোক্তা অধিকার সচেতনতাবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএনসিআরপি ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে উৎপাদক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত আলুর দাম নিয়ন্ত্রণে তার অধিদপ্তর সবসময় অভিযান পরিচালনা করে আসছে, যাতে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করা যায়।
শুধু আলুর দামই কমবে না, কৃষকদের উৎপাদন খরচও বিবেচনায় নিতে হবে।
ডিজি বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে সরকার ডিম আমদানি করতে বাধ্য হয়েছে।
ডিএনসিআরপি'র জনবলসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, সারাদেশে তাদের ৪০ থেকে ৫০টি টিম নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে।
শুধু বিক্রেতাদের নয়, দাম নিয়ন্ত্রণে সাধারণ মানুষের আওয়াজ তোলার পরামর্শ দেন তিনি।
বিতর্কের বিভিন্ন দিক তুলে ধরে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আইন প্রয়োগ করে ও জরিমানা বা শাস্তি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ব্যবসায়ী, বিক্রেতা, ক্রেতাসহ সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে, ঈদ, পূজা ও অন্যান্য উৎসবের সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হবে না উল্লেখ করে তিনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ করে দাম বাড়ানো ভালো অভ্যাস নয়।
তিনি সৎ ব্যবসায়ীদের স্বীকৃতি ও পুরস্কার দিয়ে সম্মানিত করার পরামর্শ দিয়ে অন্যান্য ব্যবসার সামনে দৃষ্টান্ত স্থাপনের পরামর্শ দেন।
প্রতিযোগিতার সেমি-ফাইনাল ও গ্র্যান্ড ফিনালে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে যথাক্রমে ২ ও ১ লাখ টাকা।
আরও পড়ুন: বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে আলু আমদানি করা হবে: ভোক্তা অধিকারের ডিজি
ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের সঙ্গে সচেতনতা জরুরি: বাণিজ্যমন্ত্রী
১ বছর আগে