দিলীপ কুমার
দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন বুধবার সকালে ৭ টা ৩০ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়।
অবিভক্ত ভারতের পেশওয়ারে (বর্তমান পাকিস্তানে) ১৯২২ সালে জন্মগ্রহণ করা এই অভিনেতা তার অভিনয় জীবনে ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
৩ বছর আগে
চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
ভারতের চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘বলিউডের ট্রাজেডি কিং’ হিসেবে খ্যাত এই অভিনেতা।
আরও পড়ুন: করোনায় বন্ধ হলো ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শ্যুটিং
গত সপ্তাহে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ অভিনেতা। ওই হাসপাতালের চিকিৎসক ডা. জলিল পার্কার স্থানীয় গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, 'দীর্ঘ দিনের বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: জন্মদিনে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি মিঠুন
তার মৃত্যুতে নিজের টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর স্ত্রী বলিউডের বিখ্যাত অভিনেত্রী সায়রা বানু।
আরও পড়ুন: আমি আমার জীবন ফিরে পেতে চাই: ব্রিটনি স্পিয়ার্স
অবিভক্ত ভারতের পেশওয়ারে (বর্তমান পাকিস্তানে) ১৯২২ সালে জন্মগ্রহণ করা এই অভিনেতা তার অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন। এছাড়া ভারতের সর্বোচ্চ দু’টি বেসামরিক পদকে তাকে সম্মানিত করা হয়।
১৯৯৮ সালে তিনি শেষ অভিনয় করেন।
৩ বছর আগে